Tripura Election 2023: চাকরিচ্যুত শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টা ত্রিপুরায়

ভোট মিটতেই চাকরিচ্যুত ১০৩২৩ মঞ্চের শিক্ষক-শিক্ষিকারা আক্রান্ত হচ্ছেন। তাঁরা শাসক বিজেপির বিরোধী প্রচার করেছিলেন।

Tripura Election

বিধানসভা ভোটে ত্রিপুরার (Tripura Election 2023) চাকরিচ্যুত ১০৩২৩ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা একযোগে শাসক দল বিজেপি বিরোধী প্রচারে অংশ নেন। আর ভোট মিটতেই তাঁরা আক্রান্ত হচ্ছেন। এবার এক চাকরিচ্যুত শিক্ষককে কুপিয়ে খুন করার চেষ্টা হলো। এই ঘটনা বিলোনিয়ার। গুরুতর জখম শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে রাজ্য সরগরম। অভিযোগ, শাসক বিজেপির আশ্রিত দুষ্কৃতিরা হামলা করেছিল।

জখম ব্যক্তির নাম রবীন্দ্র মজুমদার। তিনি বিলোনিয়ার বাসিন্দা। ট রবিবার রাতে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁকে ঘিরে ধরে কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। জখম শিক্ষকের স্ত্রী জানান, রাতে বাড়ি ফেরার পথে পাড়ার একটা মাঠের মাঝে ঘিরে ধরে কয়েকজন। তারাই খুনের চেষ্টা করেছিল। তিনি বলেন, আমার স্বামী এখন একটি ইটভাটায় কাজ করেন।

   

ত্রিপুরায় এবারের ভোটে এ রাজ্যের হাজার হাজার কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আন্দেলন ছিল অন্যতম বিতর্কিত ইস্যু। চাকরিচ্যুত এই ১০৩২৩ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা সরাসরি রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে জুমলাবাজির অভিযোগ এনেছিলেন। সংগঠনটির তরফে জানানো হয় একটি ভোট বিজেপিকে নয়। কারণ তারা চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে।

ত্রিপুরায় গত বাম আমলে নিয়োগ পান ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকা। একটি মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে তাঁদের চাকরি চলে যায়। চাকরিচ্যুতরা জানান, বাম আমলেই বিকল্প রোজগারের ব্যবস্থা করা হচ্ছিল। তবে বিজেপি ঢালাও চাকরির প্রতিশ্রতি দিয়ে সরকার গড়ে। ১৫০ জনের বেশি শিক্ষক শিক্ষিকা অর্থের অভাবে কেউ আত্মঘাতী কেউ চিকিতসার অভাবে মারা গেছেন।

এবারের ভোটে এই চাকরিচ্যুতদের কর্মসংস্থানের বিষয়ে নীরব ছিল শাসক দল বিজেপি। আর বিরোধী বাম জোটের তরফে জানানো হয়, তারা সরকার গড়লে নিয়োগ শুরু হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন