Tripura Election 2023: হিমন্তকে তাড়া করছে চাকরির প্রতিশ্রুতি না রাখার ভিশন ডকুমেন্ট

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) শাসক দল বিজেপির প্রার্থী জটিলতা থেকেই গেল। কারণ সোমবার ছিল মনোনয়নের শেষ দিন।

Himanta Biswa Sharma

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) শাসক দল বিজেপির প্রার্থী জটিলতা থেকেই গেল। কারণ সোমবার ছিল মনোনয়নের শেষ দিন। আর সোমবার রাজ্যে এসে বিজেপির (BJP) হয়ে প্রচার করলেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) হিমন্ত বিশ্বশর্মা।

তিনি এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মনোনয়ন জমা দেওয়ার সময় হাজির ছিলেন। হিমন্তের দাবি, এ রাজ্যে কংগ্রেস ও সিপিআইএম শূন্য হবে। তবে হিমন্ত রাজ্যে পা রাখতেই শুরু হয়ে গেছে গত বিধানসভা ভোটের সময় তাঁর সেই বিখ্যাত সংলাপ যদি চাকরির প্রতিশ্রুতি রাখতে না পারে বিজেপি সরকার তাহলে ভোট দেবেন না। এই মন্তব্য ঘুমা ঘুমাকে চালানা বলেছিলেন তিনি।

গত বিধানসভা ভোটের সময় রাজ্যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রচারে এসে অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, হমলাগ নোকরি দেগাই দেগা। বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে বিপুল চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রতি দিয়েছিল। আর বিজেপি নেতাদের তরফে মিস কলে চাকরির মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়। সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ মেটানোর ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।

বিজেপি সরকার গড়ার পর গত পাঁচ বছরে বিরোধী দল সিপিআইএমের দাবি,একটি প্রতিশ্রুতি পূরণ করেনি শাসক দল। বিরোধীদের অভিযোগ ও ত্রিপুরার বাস্তবিক পরিস্থিতি বলছে বিজেপির প্রতিশ্রতি পালিত হয়নি। ক্ষোভ এতটাই যে বিজেপিরই একাধিক মণ্ডল নেতারা দলেরই শীর্ষ নেতাদের ‘চিটিংবাজ’ বলছেন। গণহারে পদত্যাগ চলছে। তার মাঝে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সেই মন্তব্যটি বিরোধীরা আরও ছড়াতে শুরু করেছেন। সর্বত্র এক কথা ‘ঘুমা ঘুমাকে চালানা’। হিমন্তর প্রচার যে সব বিধানসভা এলাকায় সেখানে আরও বেশি করে এই ভিডিও প্রচারিত হচ্ছে। অস্বস্তিতে পড়ছেন উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শীর্ষ নেতা হিমন্ত বিশ্বশর্মা।