Tripura Election 2023: ফাঁকা অভয়বাণী, নির্বাচন কমিশন কর্মীকেই খুনের হুমকিতে অভিযুক্ত বিজেপি

Tripura Election 2023: কোনও ভয় নেই। রেকর্ড মাত্রায় ভোট দিন। গণতন্ত্রের উৎসবে সামিল হন। নিরাপত্তার সব ব্যবস্খা আছে। এমনই সব অভয়বাণী দিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

BJP is accused of threatening to kill Election Commission workers

Tripura Election 2023: কোনও ভয় নেই। রেকর্ড মাত্রায় ভোট দিন। গণতন্ত্রের উৎসবে সামিল হন। নিরাপত্তার সব ব্যবস্খা আছে। এমনই সব অভয়বাণী দিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

তবে ভোটের আগেই আক্রান্ত হলেন নির্বাচন কমিশনের এক কর্মী। তাকে গুলি করে খুনের হুমকি দেওয়া হলো। ওই যুবকের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা মারধর করেছে। এই ঘটনার পর ত্রিপুরায় শান্তিপূর্ণ নির্বাচন (Tripura Election 2023) নিয়েই প্রশ্ন উঠে গেল।

   

ঘটনাস্থল ধনপুর। নির্বাচন কমিশনের তরফে চিত্রগ্রাহক যুবককে মারধরের অভিযোগ এসেছে। তিনি জানান, হামলাকারীরা ঘরে ঢুকে ছটি গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। আমার স্ত্রী ও পরিবারকেও হুমকি দিয়েছে। আমি কোনও দলের সাথে যুক্ত নই। নির্বাচন কমিশনের হয়ে কাজ করছি। তিনি জানান সিসিটিভি বসানোর কাজ করছিলাম। কাজ শেষে বাড়ি ফিরতেই মারধর করা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে।

১৬ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন। একের পর এক রাজনৈতিক হামলা ঘটছে ত্রিপুরায়। শাসক বিজেপি বনাম বিরোধী দল সিপিএম ও কংগ্রেসের দফায় দফায় সংঘর্ষ চলছে। দুপক্ষের কয়েকজন জখম।