Tripura: শিক্ষামন্ত্রীর শরীর BJP-র সঙ্গে, মন উড়ুউড়ু, বিস্ফোরক ইঙ্গিত CPIM রাজ্য সম্পাদকের

'শিক্ষামন্ত্রীর কথা শুনলে ঘোড়ায় হাসবে'

Ratanlal Nath

News Desk: পুর ও নগর পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে শাসক দল বিজেপির অন্যতম নেতা ও ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দলত্যাগ ইঙ্গিত বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর।

প্রধান বিরোধী দলের রাজ্য সম্পাদকের দাবি, রতনলাল নাথের কথা শুনে রাজ্যের ঘোড়াগুলো হাসবে। রতনবাবুর শরীর এখন বিজেপির সঙ্গেআছে কিন্তু মন এখন কোনখানে আছে কেউ জানে না। সিপিআইএম রাজ্য সম্পাদকের ইঙ্গিতে ত্রিপুরা জুড়ে শোরগোল পড়েছে।

   

ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বকলমে বিপ্লব দেব মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুখ। সরকারের হয়ে যাবতীয় বিষয়ে সাংবাদিক সম্মেলন তিনিই করেন। পূর্বতন কংগ্রেস নেতা তিনি। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন রতনবাবু।

শিক্ষামন্ত্রীর দলত্যাগ স্বভাবকে খোঁচা দিয়েছেন বিরোধী দলের রাজ্য সম্পাদক। সোশ্যাল সাইটে জীতেন্দ্র চৌধুরীর বক্তব্যের জেরে শাসক দল বিজেপির অভ্যন্তরে শোরগোল যেমন তেমনই তৃণমূল কংগ্রেসের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Tripura CPI(M) Leader Jitendra Choudhury
সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী

ত্রিপুরায় দলীয় প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা ঘোরেন তাদের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে তৈরি। ইচ্ছে করলে সরকার ফেলে দিতে পারি। কিন্তু নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ থাকুক এটাই চাই।

ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে রাজ্যের কর্মচ্যুত ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার যৌথ আন্দোলন মঞ্চ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রী বারবার ধাপ্পা দিয়ে চলেছেন। কোনও চাকরির ব্যবস্থা হয়নি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও কিছুই করতে পারেননা বলেই অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যে কর্মচ্যুত শতাধিক শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন