Tripura By Election: একের পর এক বুথে ‘মেশিন খারাপ’, রিগিং সংবাদে মুখ্যমন্ত্রী বললেন ‘দেখছি’

‘স্যার আমাদের ঢুকতে বাধা দিল। ওরা বাইরে থেকে এসেছে।’ ভোট দিয়ে আসা মাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী ডা. মানিক সাহাকে প্রশ্ন করলেন সাংবাদিক। দৃশ্যত…

‘স্যার আমাদের ঢুকতে বাধা দিল। ওরা বাইরে থেকে এসেছে।’ ভোট দিয়ে আসা মাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী ডা. মানিক সাহাকে প্রশ্ন করলেন সাংবাদিক। দৃশ্যত অস্বস্তিতে মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমি দেখছি। অভিযোগ উপনির্বাচনে সন্ত্রাস (Tripura By Election) শুরু হয়েছে চারটি কেন্দ্রে।

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বিধায়ক নন। ব্যাপক সন্ত্রাসের অভিযোগে আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে পদচ্যুত করিয়েছে বিজেপি। দায়িত্ব পেয়েছেন মানিক সাহা। তিনি জিতে বিধায়ক হতে মরিয়া।

   

ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে বেলা গড়াতেই আসতে শুরু করেছে বুথ দখলকারীদের জমায়েত খবর, রিগিং চেষ্টার অভিযোগ। আরও অভিযোগ, ভোট শুরু থেকে একের পর এক বুথে ইভিএম খারাপ হবার জন্য দীর্ঘ সময় ধরে ভোটারদের দাঁড়াতে হচ্ছে। অনেকে ভোট না দিয়ে ফিরছেন। তাঁরা বলছেন, ইভিএম খারাপ নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই। জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে।

আগরতলা-৬, টাউন বড়দোয়ালি, যুবরাজনগর ও সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মানে আগামী বিধানসভা ভোটের সেমিফাইনাল।

রাজ্যের শাসক বিজেপি, প্রধান বিরোধী দল সিপিআইএমের মধ্যে মূল লড়াই। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও উপজাতি দল তিপ্রা মথা লড়াই করছে।

ভোট ঘিরে চারটি কেন্দ্র থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসতে শুরু করেছে। অভিযোগ, বিজেপির রিগিং বাহিনী ভোট লুঠ করতে মরিয়া। কমিশন জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করার সম্পূর্ণ চেষ্টা করা হবে।