Tripura: ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নেই বিস্ফোরক দলনেতা আশিস দাস

রাজ্যের আশি শতাংশ মানুষ বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই (Tripura) ত্রিপুরায়। কোনওভাবেই আর এ দলের সঙ্গে সম্পর্ক রাখা যায় না। এমনই বিস্ফোরক দাবি…

রাজ্যের আশি শতাংশ মানুষ বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই (Tripura) ত্রিপুরায়। কোনওভাবেই আর এ দলের সঙ্গে সম্পর্ক রাখা যায় না। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। তিনি বিজেপির বিধায়কপদ ও দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ফের দলত্যাগ বার্তা দিলেন।

ত্রিপুরায় আগামী ২৩ জুন চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে একটি হলো সুরমা বিধানসভা। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন আশিস দাস। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তীব্র সংঘাতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

কলকাতায় গিয়ে আশিস দাস কালীঘাটে মাথা মুড়িয়ে বিজেপির সংশ্রব ত্যাগ করেন। ত্রিপুরায় তিনি ফিরে একাকী আন্দোলন করছিলেন। তার মাঝে আগরতলা পুরনিগম সহ রাজ্যের পুর ও নগর পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস ভোট বাড়িয়ে নেয়। তবে পুরভোট পরবর্তী তৃ়ণমূল শিবির ঝিমিয়ে গেছে বলে অভিযোগ আশিস দাসের।

তিনি জানান, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে এসে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে। তাদের সঙ্গে আর নেই। আশিস দাস কংগ্রেসের পক্ষেও যেতে চাননা বলে জানিয়েছেন।