TMC: দুর্ঘটনার কবলে দিল্লীগামী ‘তৃণমূল বাস’, জখম একাধিক

তৃণমূলের (TMC) দিল্লি অভিযানে দুর্ঘটনা। ঝাড়খন্ডের কোডারমায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ল। বাসে থাকা তৃণমূল সমর্থকরা জখম। দিল্লি যাওয়ার পথে রবিবার সকালে ওই বাসটি নিয়ন্ত্রণ…

tmc

short-samachar

তৃণমূলের (TMC) দিল্লি অভিযানে দুর্ঘটনা। ঝাড়খন্ডের কোডারমায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ল। বাসে থাকা তৃণমূল সমর্থকরা জখম। দিল্লি যাওয়ার পথে রবিবার সকালে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির টিপিতে ধাক্কা মারে।

   

দুর্ঘটনার কারণে বাসটির সামনের ডাম্পার ভেঙে যায়। কয়েকজন জখমও হয়েছে। তাদের নিয়ে এই বাসটি ফিরছে পুরুলিয়া। তৃ়নমূল সূত্রে খবর, পুরুলিয়া হাসপাতালে চিকিৎসা হবে সবার। ওই বাসে ৩৩ জন তৃণমূল কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে।

রাজ্যের জন্য আর্থিক পাওনার দাবিতে দিল্লিতে ধর্না সমাবেশ করবে তৃ়ণমূল। তবে তাদের ট্রেন বুকিং বাতিল হয়েছে। পরে বিধায়ক ও সাংসদ নেতাদের নিয়ে যাওয়ার বিমান বুকিং বাতিল হয়। টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫০টি বাস ভাড়া করে সমর্থকদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করেন। শনিবার সেই বাসগুলি কলকাতা থেকে ছেড়েছে। রবিবার সকালে ঝাড়খন্ডের কোডারমায় সেই বাসগুলির একটি দুর্ঘটনার কবলে পড়ল।

রাজ্যের জন্য আর্থিক পাওনার দাবিতে দিল্লিতে ধর্না সমাবেশ করবে তৃ়ণমূল। তবে তাদের ট্রেন বুকিং বাতিল হয়েছে। পরে বিধায়ক ও সাংসদ নেতাদের নিয়ে যাওয়ার বিমান বুকিং বাতিল হয়। টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫০টি বাস ভাড়া করে সমর্থকদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করেন। শনিবার সেই বাসগুলি কলকাতা থেকে ছেড়েছে। রবিবার সকালে ঝাড়খন্ডের কোডারমায় সেই বাসগুলির একটি দুর্ঘটনার কবলে পড়ল।

তৃণমূল সূত্রে খবর, কলকাতা থেকে প্রথম বাসটি ছেড়েছিল শনিবার ১টা ১০ মিনিট নাগাদ। সেই বাসটিই রবিবার ঝাড়খন্ডে দুর্ঘটনার কবলে পড়েছে। সেটি আর দিল্লি যেতে পারবে না।

বাসের চালক মদন সাউ বলেন, “বাসটি দুপুরে ছাড়ার পর দুর্গাপুরে ১৩ জন নেমে পড়েন। তারা দিল্লি যাবেন না বলে নেমে যান। তাদের নামিয়ে আমরা দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করি। ঝাড়খন্ডের কোডারমার কাছে কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে বিপত্তি ঘটে। বৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছিলাম না। রাস্তাতেই মাটির ঢিপি করা ছিল। সেটাকে ধাক্কা মেরে ফেলি। গাড়ির সামনের বাম্পার তুবড়ে, ভেঙে গিয়েছে। কয়েকজন যাত্রী হালকা জখম হয়েছেন। তাঁরা আমাকে বলেন, পুরুলিয়া হাসপাতালে নিয়ে চলুন। সেখানে চিকিৎসা করাতে হবে। তাই বাস নিয়ে ফিরে যাচ্ছি।