Odisha Train Accident: করমণ্ডলের নিহত যাত্রীদের পাশ কাটিয়ে ছুটছে ট্রেন

শুক্রবার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ এবং উল্টে পড়া বগির সঙ্গে যশবন্তপুর এক্সপ্রেসের ধাক্কা লাগে (Odisha Train Accident)। দুর্ঘটনায় এখনও অবধি ২৭৫ জনের মৃত্যু…

Trial Run Successfully Conducted at Baleshwar After Train Accident

শুক্রবার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ এবং উল্টে পড়া বগির সঙ্গে যশবন্তপুর এক্সপ্রেসের ধাক্কা লাগে (Odisha Train Accident)। দুর্ঘটনায় এখনও অবধি ২৭৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে রেলের তরফে। আহত ৭০০-রও বেশি। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। রবিবার সকাল থেকে শুরু হয় রেললাইন সংস্কারের কাজ। রাতারাতি এক বেলাতেই সারিয়ে ফেলা হল সেই লাইন। ট্রেন দুর্ঘটনার ২ দিন পর অবশেষে বালেশ্বরে ট্রায়াল রান হল রবিবার রাতে।

দুর্ঘটনার ৫১ ঘণ্টা বাদে নতুন লাইনে গড়াল ট্রেনের চাকা। দুর্ঘটনাস্থলে তখনও দাঁড়িয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাতে ডাউন লাইনে মালগাড়ির ট্রায়াল রান চলে। পাশেই দেখা যায়, হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন রেলমন্ত্রী, প্রার্থনা করছেন। ট্রায়াল রান সফল হতেই কেঁদে ফেললেন তিনি। দুর্ঘটনার খবর পেতেই রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব রেল আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারকাজে তদারকি, আহতদের চিকিত্‍সার ব্যবস্থা করেন।
একটানা ৩৬ ঘণ্টার বেশি সময় দুর্ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজের তদারকি করেছেন অশ্বিনী বৈষ্ণব। রেললাইনের মেরামতির কাজেও

   

নজর রেখেছিলেন কানপুর আইআইটির প্রাক্তনী ও প্রাক্তন আইএস। বালেশ্বরের দুর্ঘটনাস্থলে নতুন করে পাতা লাইনে মালগাড়ির ট্রায়াল রান হতেই রেলমন্ত্রীকে কাঁদতে দেখা গেল।

বালেশ্বর ডাউন লাইনে ট্রায়াল রান সফল হওয়ার পর আপ লাইনও প্রস্তুত বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপ লাইনের ফিট সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে রেললাইনের পাশে অন্যান্য আধিকারিকদের সঙ্গে বসে অপেক্ষা করতে দেখা যায় তাঁকে। রাতেই রেলমন্ত্রীর উপস্থিতিতে আপ লাইনে ট্রেনেরও ট্রায়াল রান হয়।

আজ‌ সকালে পাওয়া খবর অনুযায়ী, ওড়িশার বালেশ্বরে যে ট্রাকে দুর্ঘটনা ঘটেছিল, সংস্কারের পর আজ সেই লাইন দিয়েই যাতায়াত করছে প্যাসেঞ্জার ট্রেন।