Environment Day: “ছিল কলম হয়ে গেল গাছ”, পরিবেশ বান্ধব পেন বানাল রিফাদ

মজাদার পেন। কিনে লিখুন। কালি ফুরিয়ে গেলে ফেলে দিন। সেই পেন থেকে গাছ হবে। এমনই কলম বানিয়েছে বাংলাদেশি ছাত্র রিফাদ। পরিবেশ দিবস (environment day) উদযাপনে…

মজাদার পেন। কিনে লিখুন। কালি ফুরিয়ে গেলে ফেলে দিন। সেই পেন থেকে গাছ হবে। এমনই কলম বানিয়েছে বাংলাদেশি ছাত্র রিফাদ। পরিবেশ দিবস (environment day) উদযাপনে রিফাদ নিয়েছে বিশেষ উদ্যেগ।

জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচভেল জানাচ্ছে, কাগজ দিয়ে তৈরি করা হয়েছে এক পরিবেশ বান্ধব কলম। যা ব্যবহার শেষে মাটিতে পুঁতে দিলে গজাবে গাছের চারা। সকলকে সবুজায়নের বার্তা দিতে এমনই চমকপ্রদ বার্তা দিতে এটি তৈরি করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র মাউদুল হাসান রিফাদ।

   

রিফাদের এই উদ্যোগ সাড়া ফেলেছে সর্বত্র। রিফাদের তৈরি এই কলম একদিকে যেমন কলমের কাজ করবে অন্যদিকে তেমন সবুজ বনন করতে সহায়তা করতে। স্বল্প খরচে তৈরি এই কলমটির ব্যবহার এবং সবুজ বননের গুরুত্ব বোঝাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে রিফাদ।

রিফাদের কথায়, স্টুডেন্ট যারা আছে এখন থেকে আমরা যদি অনুপ্রেরিত করতে পারি তাহলে অনেক সুবিধা হবে‌। স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ। তারা মূলত কলম ব্যবহার করে। মাসে তাদের এক দুটো কলম লাগে। তারা যদি আমার কলম ব্যবহার করে তারা সবুজের প্রতি আকৃষ্ট হবে।

কলমের শিষটা মাটির ভিতরে ঢুকিয়ে দেবেন। গাছটা যখন বড়ো হবে তখন ওটা বেঁধে দিলে সেটা ঠেস হিসেবে কাজ করবে‌। স্টুডেন্টদের আমি শেখাচ্ছি যাতে তারা এরকম নিজেরা তৈরি করতে পারে।

একজন স্টুডেন্ট তার থেকে কলম নিয়ে কালি শেষ হয়ে যাওয়ার পর গাছ রোপণ করেছেন। আরেক স্টুডেন্টের কথায়, রিফাদ খুব ভালো উদ্যোগ নিয়েছে। কলমও ব্যবহার হল আবার, গাছ লাগানো হল।

রিফাদের “সেভ ইউর আর্থ” (Save Your Earth) নামে একটি গ্রুপ আছে‌। তার সদস্যরা মূলত স্টুডেন্ট-ই। রিফাদের ইচ্ছা খুলনার সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাজায় এটি ছড়িয়ে দিতে। রিফাদের বার্তা দেশ উন্নত হচ্ছে তবে পরিবেশ উন্নত হচ্ছে না।