রেহাই নেই! এবার কোন নতুন ঝামেলায় জড়ালেন ট্রেনি আইএএস পুজা?

ফের আইনি জাঁতাকলে বন্দি হলেন ট্রেনি আইএএস পুজা (Pooja khedkar)। বিগত কয়েকদিন থেকে বিতর্ক লেগেই ছিল পুজাকে ঘিরে। প্রতিবন্ধী সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে…

puja khedkar

ফের আইনি জাঁতাকলে বন্দি হলেন ট্রেনি আইএএস পুজা (Pooja khedkar)। বিগত কয়েকদিন থেকে বিতর্ক লেগেই ছিল পুজাকে ঘিরে। প্রতিবন্ধী সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়। তাঁর নিয়োগ নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। এমন প্রেক্ষিতেই মঙ্গলবার মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে তাঁর হাজিরার কথা ছিল।

বাজেটে বন্দে ভারতই সব, রেলকে অবহেলায় তোপের মুখে কেন্দ্র

   

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা দেননি পুজা খেদকড় (Pooja khedkar) । আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ইউপিএসসির (UPSC) তরফে। তাঁর প্রশিক্ষণও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। এটাও বলা হয়েছে, তিনি আর কখনও এই পরীক্ষায় বসতে পারবেন না। 

Durga Puja 2024: রাজনীতি ভুলে পুজোর ভিড় টানার লড়াইয়ে সুজিত-সজল? রাতারাতি নোটিস পুলিশের

Advertisements

এই বিতর্কের মধ্যেই এবার গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সম্প্রতি মিথ্যে তথ্যের মামলায় পুজাকে শোকজ নোটিস পাঠিয়েছিল ইউপিএসসি। তবে সেই শোকজের কোনও জবাব দেননি তিনি। তারপর এবার দিল্লি পুলিশের তদন্ত ওই মহিলা ট্রেনি আইএএসকে কিছুটা চাপে ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee: কোষাগারের ‘ভাঁড়ে মা ভবানী’ দশা! অথচ মমতার মিটিংয়ে ৬০ লাখ খরচ কর্পোরেশনের?

সম্প্রতি কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল পুজার মা মনোরমার বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায়, কৃষক বাধা দেওয়ায় তাঁকে বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছেন তিনি। তবে ওই ভিডিওটি অনেক পুরনো বলে জানা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে তদন্ত শুরু করে পুণে পুলিশ। বুধবার তাঁকে আটক করা হয়। পরে মনোরমাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুণে গ্রামীণ পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ। পূজার মায়ের মতো তাঁর বাবার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুজার বাবা দিলীপ খেদকারকে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ডও করেছে মহারাষ্ট্র সরকার।