জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে মোদীর বাড়িতে ঘুঁটে পাঠালেন তৃণমূল নেতা

এখন বাড়িতে বসেই বিভিন্ন ই-কমার্স সংস্থার মাধ্যমে সবকিছুই পাওয়া যায়। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা থেকে অর্ডার দিয়ে ঘুঁটেও মেলে। জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে…

protest the increase in fuel prices

এখন বাড়িতে বসেই বিভিন্ন ই-কমার্স সংস্থার মাধ্যমে সবকিছুই পাওয়া যায়। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা থেকে অর্ডার দিয়ে ঘুঁটেও মেলে। জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে এবার সেই ঘুঁটেকেই হাতিয়ার করল যুব তৃণমূল কংগ্রেস TMC)।

টিএমসি যুব নেতা কুন্তল ঘোষ ‘মোদী মার্কা’ ঘুঁটে পাঠিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী দিল্লির বাসভবনে। একইসঙ্গে বার্তা দিলেন, গ্যাসের দাম অস্বাভাবিক বেড়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে গ্যাস। তাই মহার্ঘ গ্যাস ব্যবহার না করে প্রধানমন্ত্রীর রান্নাঘরে ঘুঁটে ব্যবহার করা হোক।

   

কেন এই পরিকল্পনা? কুন্তল বলেছেন, দেশে প্রতিদিনই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। বেড়েছে ভোজ্যতেলের দাম। এই মুহূর্তে আমাদের সকলকেই ভাবতে হবে বিকল্প জ্বালানির কথা। রান্নার গ্যাসের বিকল্প জ্বালানি হিসাবে ঘুঁটে ব্যবহারের শুরুটা যদি প্রধানমন্ত্রীর বাসভবনের রান্নাঘর থেকেই হয় তাহলে সেটা সবচেয়ে ভাল হবে। গোটা দেশে একটা বার্তা যাবে।

কুন্তলের দাবি, মোদী মার্কা ঘুঁটে অর্ডার করলে বাড়িতে বসেই সেটা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতিনিধি। মানুষের দুঃখে তিনি প্রায়শই কেঁদে ওঠেন। গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে পারে এই ঘুঁটে। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তাঁর নামে এই ব্র্যান্ড তৈরি করার ভাবনা। ফোনে অর্ডার দিলে ঘরে বসেই মিলবে মোদী মার্কা ঘুঁটে। প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই ঘুঁটে সম্পূর্ণ দেশি প্রোডাক্ট। যাকে বলে প্রধানমন্ত্রীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়া।

সাধারণ ঘুঁটের সঙ্গে এই মোদী মার্কা ঘুঁটের কোনও তফাৎ নেই। তবে এই ঘুঁটের উপর কাগজ কেটে একটা লেবেল দেওয়া হয়েছে। লেবেলে লেখা হয়েছে মোদীর মার্কা খাঁটি ঘুটে। সঙ্গে মোদির মুখের একটি কার্টুন চিত্র।