লোকসভার নব নিযুক্ত স্পিকার ওম বিড়লাকে শুভেচ্ছা জানাতে গিয়েও খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার ২৬ জুন পার্লামেন্টের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বিজেপি সাংসদ ওম বিড়লা। তিনি দ্বিতীয়বারের মতো স্পিকার হিসেবে নিযুক্ত হলেন লোকসভায়। এদিকে তাঁকে ভরা সংসদে খোঁচা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।
সুদীপ সেই ১৫০ জন সাংসদের সাসপেনশনের বিষয়টিকে নতুন করে তুলে ধরেন সকলের সামনে। তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আনন্দিত যে এখন আমাদের দেশ সংসদে বিরোধী দলনেতা পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, একটি কক্ষ বিরোধীদের। এই মনোভাব শাসক দলকেই গ্রহণ করতে হবে। আপনার উদ্দেশ্য ভাল হতে পারে তবে কখনও কখনও আপনাকে শাসক দলের চাপের কাছে মাথা নত করতে হবে। একদিনে ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করা, এটা এই সংসদে হয়েছে, এটা কাম্য নয়।’
অন্যদিকে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত বড় মন্তব্য করেছেন। তিনি রীতিমতো জরুরি অবস্থার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘ওম বিড়লা একসঙ্গে ১০০ জনেরও বেশি সাংসদকে সাসপেন্ড করেছিলেন, জরুরি অবস্থার সময়েও তা হয়নি।’
#WATCH | TMC MP Sudeep Bandopadhyay says, “I congratulate you for becoming the Speaker of the House for the second time. We are glad that now our country has got a leader of the Opposition in the Parliament…It is my firm belief that a House belongs to the Opposition. This… pic.twitter.com/BL8JoPYRgM
— ANI (@ANI) June 26, 2024
Om Birla suspended more than 100 MPs in one go, even during the emergency it didn’t happen.
— Sanjay Raut pic.twitter.com/AziU0d16U6
— Shantanu (@shaandelhite) June 26, 2024