TMC: কংগ্রেসকে শেষ করতে গিয়ে মনিপুরে শূন্য হলো তৃণমূল

মেঘালয়ের মতো মনিপুরেও বিরোধী আসন দখলের আপ্রাণ চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস(TMC)। কাজে নেমেছিলেন মেঘালয়ের বিরোধী নেতা মুকুল সাংমা। তবে ফলাফল শূন্য। মনিপুরের একমাত্র টিএমসি বিধায়ককে…

মেঘালয়ের মতো মনিপুরেও বিরোধী আসন দখলের আপ্রাণ চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস(TMC)। কাজে নেমেছিলেন মেঘালয়ের বিরোধী নেতা মুকুল সাংমা। তবে ফলাফল শূন্য।

মনিপুরের একমাত্র টিএমসি বিধায়ককে ভাঙিয়ে নিয়েছে বিজেপি। বিধানসভা ভোটের আগেই মনিপুরে শূন্য হয়ে গেল তৃ়ণমূল কংগ্রেস। টিএমসি বিধায়ক টি রবীন্দ্র যোগ দিলেন শাসক দল বিজেপিতে। একইসঙ্গে প্রাক্তন এক কংগ্রেস বিধায়ক ভিড়েছেন পদ্ম শিবিরে।

মনিপুরের টি রবীন্দ্র সিং বিজেপিতে যোগ দিচ্ছেন তা বুধবারই কনফার্ম করে দেন মুকুল সাংমা। পশ্চিমবঙ্গের শাসকদল বুঝে যায় মনিপুরে বিজেপি খেলে দিয়েছে।

সম্প্রতি তৃ়ণমূল কংগ্রেস মেঘালয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে মেঘালয়েই তারা এখন বিধানসভায় শক্তিশালী। দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তাঁর গোষ্ঠীর বিধায়কদের নিয়ে টিএমসিতে যোগ দেন। মেঘালয়ে কংগ্রেসের রাজনীতি সাময়িক ভেঙে পড়েছে। এর পরেই মুকুল সাংমাকে দিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মমতা বিধায়ক সংগ্রহে নামেন বলেই খবর।

দলনেত্রীর নির্দেশে মুকুল সাংমা বেছে নেন মনিপুর। এ রাজ্যে একমাত্র টিএমসি বিধায়কের সঙ্গে যোগযোগ করে কংগ্রেসের বিধায়কদের দলে টানার কাজ চলছিল। তবে টিএমসি বিধায়ক টি রবীন্দ্র নিজেই দলত্যাগ করে বিজেপিতে চলে গেলেন।

এক নজরে মনিপুর বিধানসভার অঙ্ক

বিধানসভার মোট আসন ৬০
সরকারপক্ষে রয়েছেন ৩৬ জন বিধায়ক।
বিজেপি ২৪
এনপিপি ৪
এনপিএফ ৪
নির্দল ৩
টিএমসি দলত্যাগী বিধায়ক ১

বিরোধী আসনে মোট ১৭ জন বিধায়ক
প্রধান বিরোধীদল কংগ্রেসের ১৭ জন
তৃণমূল কংগ্রেস ০
৭টি আসন খালি।

মনিপুর মমতাকে শূন্য দেখিয়ে দিল। ভরসা ত্রিপুরা। সেখানেও তীব্র ঘোঁট।