Jahangirpuri Violence: হাঁসখালিতে বিজেপি প্রতিনিধিরা এলেও জাহাঙ্গীরপুরীতে টিএমসিকে বাধা

হাঁসখালি ধর্ষণ কান্ডে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলেও দিল্লির জাহাঙ্গীরপুরীতে ঢুকতে দেওয়া হলো না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিলেন।…

হাঁসখালি ধর্ষণ কান্ডে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলেও দিল্লির জাহাঙ্গীরপুরীতে ঢুকতে দেওয়া হলো না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিলেন।

দিল্লির জাহাঙ্গীরপুরী থেকে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে পুলিসের বাধায় ফিরে আসতে হল। এই দলের অন্যতম সদস্য অর্পিতা ঘোষ জানিয়ছেন, পুলিস প্রথম থেকেই বিভ্রান্ত করছিল। বেশ কয়েক বার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন অর্পিতা।

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার দিল্লির জাহাঙ্গিরপুরী যান তৃণমূল কংগ্রেস সাংসদরা । সাংসদরা স্থানীয় জনতা ও প্রশাসনের সঙ্গে কথা বলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি রিপোর্ট জমা দিতে চান বলে জানায় টিএমসি।

Advertisements

এদিকে জাহাঙ্গীরপুরীতে সংখ্যালঘু এলাকায় হনুমান জয়ন্তীর সময় গোষ্ঠী সংঘর্ষ ছড়ায়। এই ঘটনায় জড়িত আনসার বিজেপির ঘনিষ্ট বলে তার একাধিক ছবি শেয়ার করেছেন টিএমসি নেতারা।

জাহাঙ্গীরপুরীতে গোষ্ঠী সংঘর্ষের পর সেখানে মসজিদ সংলগ্ন এলাকায় উচ্ছেদ করায় পুরনিগম। সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে সেই উচ্ছেদ আটকে দেন সিপিআইএম শীর্ষ নেত্রী বৃন্দা কারাত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News