TMC Congress : ‘নিষেধ সত্বেও’ সিঁধ কাটার চেষ্টায় তৃণমূল

কিছুতেই সোজা পথে আসছে না তৃণমূল। বারংবার নিষেধ করার পরেও করে চলেছে সেই একই কাজ। কংগ্রেসের (TMC Congress) পক্ষ থেকে ক্ষুব্ধ পি চিদম্বরম জানালেন এই কথা।

ব্রিগেডের মঞ্চে যতই হাত ধরাধরি হোক না কেন, বাস্তবের ছবি অনেকটাই আলাদা। গলায় গলায় বন্ধুত্বের বিজ্ঞাপন করে চলা তৃণমূল এবং কংগ্রেস যার অন্যতম উদাহরণ। গোয়া (Goa) নির্বাচনে দাগ কাটতে চাইছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভেঙে সাড়া ফেলে দিয়েছিল এক সময়। আপাতত আরব সাগর পারে থিতিয়ে গিয়েছে ঘাসফুল শিবির নিয়ে চর্চা। তবুও বাস্তব মানতে অস্বীকার করছে তারা। এমনটাই মনে করছেন হাত শিবিরের বর্ষীয়ান নেতা।

   

কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে গোয়া নির্বাচনে তারা একলাই লড়বে। তৃণমূলের সঙ্গে জোটের কোনো সম্ভাবনাই নেই। সামাজিক মাধ্যমেও তৃণমূল উদ্দেশ্যে তোপ দেগেছিল কংগ্রেস। মাঝে আলোচনা জোরালো হয়েছিল এনসিপি নেতা শরদ পাওয়ারের মন্তব্যের পর। তিনি দাবি করেছিলেন যে তলে তলে যোগাযোগ রাখছে তৃণমূল এবং কংগ্রেস। যদিও এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিল কং।

গোয়ায় বিজেপির সুবিধা কর দিচ্ছে তৃণমূল, এমন অভিযোগও করেছে কংগ্রেস। এতো কিছুর পরেও কংগ্রেস শিবিরে তৃণমূল সিঁদ কাটতে চেষ্টা চালিয়েই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রবিবার, এক প্রকার হুশিয়ারির স্বরেই পি চিদম্বরম বলেছেন, জোটের প্রস্তাবে রাজি না হওয়ার পরেও তৃণমূল ক্রমাগত বিরক্ত করে চলেছে কংগ্রেসের নেতাদের। হস্তক্ষেপ করছে দলের অন্দরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন