Congress Plenary :’মোদী-মমতার গোপন দোস্তি’ তত্ত্ব নিয়েই কংগ্রেস প্লেনারি অধিবেশন শুরু

দিল্লির রাজনীতিকে কংগ্রেস আর তৃ়ণমূলের মধ্যে ফাটল বাড়ছে। মোদী সরকার বিরোধিতার লক্ষ্যে মমতার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে ছত্তিসগড়ের রায়পুরে শুরু জাতীয় কংগ্রেস প্লেনারি অধিবেশন (Congress Plenary)।

Congress Plenary Session

দিল্লির রাজনীতিকে কংগ্রেস আর তৃ়ণমূলের মধ্যে ফাটল বাড়ছে। মোদী সরকার বিরোধিতার লক্ষ্যে মমতার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে ছত্তিসগড়ের রায়পুরে শুরু জাতীয় কংগ্রেস প্লেনারি অধিবেশন (Congress Plenary)। ২০২৪ সালের লোকসভা ভোটের রণকৌশল এই অধিবেশন থেকেই চূড়ান্ত করবে কংগ্রেস।

জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই নিজেকে বিজেপি বিরোধী নেত্রী বলে দাবি করুন তাঁর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় কংগ্রেস। মেঘালয় বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী সরাসরি তৃ়ণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির সুবিধা করে দিতেই গোয়া, মেঘালয়ে ভোটের আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারা বিপুল টাকা খরচ করেছে এই দুই রাজ্যের ভোটে।

মেঘালয়ে বিরোধী দল কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হয়ে ভোটে লড়াই করছে। এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা কংগ্রেস ছেড়ে তৃ়ণমূলে গিয়ে বিধানসভায় লড়াই করছেন। আর মমতা বলছেন তিনিই বিজেপি বিরোধী প্রধান শক্তি। তবে তাঁর আহ্বানে দিল্লিতে বিরোধী বৈঠক ততটা সফল হয়নি। একাধিক দল দাবি করে কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী মঞ্চ গঠন হবে না।

বিজেপি বিরোধী অবস্থানে কংগ্রেসের সর্বভারতীয় পরিচয় আর তৃণমূলের আ়ঞ্চলিক তকমা নিয়েও চরম বিতর্ক আছে। কংগ্রেসের প্লেনারি অধিবেশনে তৃ়ণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া হবে।