Assam: আলফা জঙ্গিদের হামলা, পরপর রক্তাক্ত দেহ উদ্ধার

আচমকা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আলফা (আই) হামলা। প্রকাশ্যে গুলি করে খুন করা হলো তিন জনকে। এই ঘটনার জেরে (Assam) অসমের তিলসুকিয়ায় তীব্র আতঙ্ক। হামলার ঘটনাটি…

আচমকা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আলফা (আই) হামলা। প্রকাশ্যে গুলি করে খুন করা হলো তিন জনকে। এই ঘটনার জেরে (Assam) অসমের তিলসুকিয়ায় তীব্র আতঙ্ক।

হামলার ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার তামুলবাড়িতে। জেলা প্রশাসনের সন্দেহ, এই হামলার কারণ আলফার কমান্ডার উদয় অসমের হত্যার প্রতিশোধ। সম্প্রতি তাকে একটি এনকাউন্টারে খতম করে নিরাপত্তা বাহিনী।

   

তিনসুকিয়ায় হামলার জেরে অসমে প্রশাসনিক মহল সরগরম। মনে করা হচ্ছে, এই ঘটনার পর সরকার ও আলফা (আই) প্রধান পরেশ বড়ুয়ার মধ্যে শান্তি আলোচনা ফের ভেস্তে যেতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বারবার দাবি করেছেন, পরেশ বড়ুয়া শান্তি বৈঠক করার পথ নেবেন। সম্প্রতি হিমন্ত বিশ্বশর্মা জানান, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) প্রধান জীবন সিংহ অসম সরকারের অতিথি। তার সাথে কেন্দ্র সরকারের শান্তি বৈঠক হবে।

Advertisements

এদিকে তিনসুকিয়ায় হামলার পর থমথমে পরিস্থিতি। অসম-অরুণাচল প্রদেশ আন্তরাজ্য সীমানা এলাকায় চলছে নিরাপত্তা রক্ষীদের অভিযান। মনে করা হচ্ছে নিকটবর্তী মায়ানমার থেকে ভারতে ঢুকে হামলা চালিয়েছে আলফা (আই) বিচ্ছিন্নতাবাদীরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News