Calcutta High Court: কংগ্রেস নেতা গ্রেফতারে থানার ওসিকে ‘কড়া’ নির্দেশ  আদালতের

সাগরদিঘি উপনির্বাচনের আগের কংগ্রেস নেতা গ্রেফতারের ঘটনায় মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ করেছে কংগ্রেস।

Justice Rajasekhar Manthar

সাগরদিঘি উপনির্বাচনের আগের কংগ্রেস নেতা গ্রেফতারের ঘটনায় মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ করেছে কংগ্রেস। সোমবার এই সংক্রান্ত মামলার জরুরিকালীন শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। শুনানিকাল আদালতের প্রশ্নের মুখে পড়তে হল মমতা বন্দ্যেপাধ্যায়ের রাজ্য পুলিশকে। ১৫ বছরের আগের মামলায় কেন তদন্তটুকু করা হল না?

একইসঙ্গে এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আগামীকাল কেস ডায়েরি নিয়ে উপস্থিত হতে হবে ওসিকে। একবার সুযোগ দেওয়া হচ্ছে। আগামীকাল, মঙ্গলবার দুপুর ২ টোর মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেন তিনি। ১৫ বছরের আগের ঘটনায় ২০২৩ এ কেন অভিযোগ? কোনও ব্যাখা নেই। দাবি আইনজীবীর, রাজনৈতিকভাবে কংগ্রেসকে চাপে ফেলার জন্যেই সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, আগামী ২৭ তারিখ রয়েছে সাগরদিঘির উপনির্বাচন। সেই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্যের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস এবার অধীর চৌধুরীর জেলা থেকেই কামব্যাক করবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের হয়ে প্রচার করছেন বাম নেতারা। এরই মধ্যে কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতারের পর থেকে উত্তাপ বেড়েছে।

সাগরদিঘির পাটকেলডাঙা এলাকার ঘটনা। অভিযোগ, থানার বড়বাবু গিয়ে কথা বলার জন্য সাইদুলকে থানায় তুলে নিয়ে আসেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশকে ব্যবহার করে তৃণমূল এই কাজ করছে। অভিযোগ তোলে বাম-কংগ্রেস। যা ঘিরে সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর অরঞ্জন চৌধুরী। সাইদুরের বাড়িতে উপস্থিত হন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।