অমরনাথ যাত্রা শুরু হতেই অঘটন, আহত একাধিক

৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৪৩-দিন ব্যাপী চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ অগস্ট। এরই মাঝে ঘটে গেল অঘটন। শুক্রবার সকালে…

short-samachar

৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৪৩-দিন ব্যাপী চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ অগস্ট। এরই মাঝে ঘটে গেল অঘটন। শুক্রবার সকালে রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে যাওয়ার পথে পুণ্যার্থী বোঝাই গাড়ি পিছলে যায়। এই ঘটনায় তিন তীর্থযাত্রী আহত হন।

   

জানা গিয়েছে, আহতরা তাঁরা অমরনাথ গুহা মন্দিরে যাচ্ছিলেন। জম্মু থেকে কাশ্মীরে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া টেম্পো-ট্রাভেলার বানিহালের শেরবিবি এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছে তারা। আহতরা হলেন, উত্তর প্রদেশের কুন্দন কুমার (৫৯), ছত্তিশগড়ের বিবেক (১০) এবং অনিতা গুপ্তা (৪৯)। তাঁরা বর্তমানে বানিহাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

৩ জুলাই দক্ষিণ কাশ্মীর হিমালয়ের গুহা মন্দিরে যাওয়ার কথা ছিল তাদের।