East Bengal ক্লাবকে আমি চোখে হারাবো না: ঘরের ছেলে রফিক

ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) বিদায় জানিয়েছেন মহম্মদ রফিক। এরপর কেটে গিয়েছিল কয়েকটা দিন। এবার মুখ খুললেন লাল হলুদের ঘরের ছেলে। রফিক বলেছেন, ‘প্রিয় ইস্টবেঙ্গল, কেরিয়ারে…

Md rafique on East Bengal

ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) বিদায় জানিয়েছেন মহম্মদ রফিক। এরপর কেটে গিয়েছিল কয়েকটা দিন। এবার মুখ খুললেন লাল হলুদের ঘরের ছেলে। রফিক বলেছেন, ‘প্রিয় ইস্টবেঙ্গল, কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য লাল হলুদ রঙের হয়ে খেলা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল। প্রত্যেক সমর্থকের ভালোবাসা এবং সমর্থন কখনও ভোলার নয়। শুধু এটুকু বলতে চাই, আমি ইস্টবেঙ্গল ক্লাবকে চোখে হারাবো না। কারণ, আমি আজীবন একজন ইস্টবেঙ্গল ভক্ত।’

“Dear EastBengal,it has been a privilege to represent these Red & Gold colors for the second time in my career.Looking back I am thankful for all the love & support from the fans.I would like to say that I will not miss the club as because I will forever be an EastBengal fan.”

   

ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম পছন্দের ফুটবলার মহম্মদ রফিক। লাল হলুদ জার্সিতে খেলেছেন বহু ম্যাচ। ক্লাবের খারাপ সময়েও উজাড় করে দিয়েছিলেন নিজেকে। প্রয়োজন অনুযায়ী খেলেছেন একাধিক পজিশনে।

ক্লাব কেরিয়ারে দেড়শোর বেশি ম্যাচ খেলেছেন রফিক। আক্রমণভাগ থেকে মাঝমাঠ, মাঠ জুড়ে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। আগামী মরসুমে তাঁকে মাঠে দেখা যেতে পারে চেন্নাইয়ান ফুটবল ক্লাবের জার্সিতে