কৃষকদের পক্ষ নিয়ে ‘সুপ্রিম’ বিচারপতিদের হুমকি ফোন

পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এরপরই শীর্ষ আদালতের আইনজীবীদের এই মামলা সংক্রান্ত হুমকি ফোন আসছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এরপরই শীর্ষ আদালতের আইনজীবীদের এই মামলা সংক্রান্ত হুমকি ফোন আসছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ফোনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দেওয়ার কথা বলা হচ্ছে।

সূত্রের খবর, সোমবার সকাল পৌনে ১১ টা নাগাদ আইনজীবীদের কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় পাঞ্জাবে প্রধানমন্ত্রীর গাড়ি ব্রিজে আটকে থাকার জন্য খালিস্তান পন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ গোষ্ঠী দায়ী। এক আইনজীবী জাতীয় নিরাপত্তা ভঙ্গ করার প্রশ্ন তুলে এই ফোনের বিরুদ্ধে অভিযোগ জমা করেছে থানায়।

আজ সকালে +৪৪৭৪১৮৩৬৫৫৬৪ নম্বর থেকে আসা একটি ফোনে এক ব্যক্তি আইনজীবীদের জানায়, তাঁরা যেন শিখ কৃষকদের বিপক্ষে গিয়ে প্রধানমন্ত্রীকে সাহায্য না করে।

আরও পড়ুন: ‘বিষপান’ কাণ্ডের পাঁচ শিক্ষিকার বদলির নির্দেশ বাতিল

বছরের শুরুতেই ভোটমুখী রাজ্যগুলিতে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে পাঞ্জাব সফরে একাধিক কর্মসূচী ছিল তাঁর। শুরুতে কপটারে করে যাওয়ার কথা থাকলেও আকাশের অবস্থা ভালো না থাকায় সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে একটি ব্রিজে মোদীর কনভয় প্রায় ২০ মিনিট আটকে থাকে। নিরাপত্তার খাতিরে ফিরোজপুরের সভা বাতিল করেই ফিরে যান প্রধানমন্ত্রী। এরপরই পাঞ্জাবের কংগ্রেস সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে মোদী সরকার। অভিযোগ তোলা হয়, ইচ্ছা করেই মোদীর নিরাপত্তায় গাফিলতি করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সোমবার সুপ্রিম কোর্টের তরফে এই মামলার তদন্তের জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি।