মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান কার্যালয় (RSS headquarter) বোমা হামলার হুমকি পেয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তি ফোন করে এ হুমকি দিয়েছে। এই কলের তথ্য পুলিশকে দেওয়া হয়েছে। এরপর থেকে পুরো বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি ইউনিয়ন সদরের পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সদর দফতরের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পাশাপাশি আশেপাশে বসবাসকারী মানুষের চলাচলের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
সংঘের সদর দফতরে ইতিমধ্যেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। এখানে সিআরপিএফের একটি দল ইতিমধ্যেই নিরাপত্তায় অবস্থান করছে। বাইরের সার্কেলে নাগপুর পুলিশের নিরাপত্তা কর্ডন রয়েছে। ইতিমধ্যেই ভিডিওগ্রাফি বা যেকোনও ধরনের ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর পরেও শনিবার সকালে হুমকির ডাক পাওয়ার পর আরএসএস সদর দফতরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত আজকাল কর্ণাটকে অবস্থান করছেন।
নাগপুর পুলিশ কন্ট্রোল রুম আরএসএস সদর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অজানা ব্যক্তির কাছ থেকে একটি ফোন কল পেয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ বা নাগপুর পুলিশ কমিশনারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এর আগে শুক্রবার, লস্কর-ই-তৈয়বার কাছ থেকে পাওয়া একটি মেইলে মুম্বইয়ের বিখ্যাত মাউন্ট মেরি চার্চে হামলার হুমকি দেওয়া হয়েছিল।