Congress: সংবিধান অনুলিপিতে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ কেটে মোদী নীরব, অধীরের গর্জনে দেশ তোলপাড়

সংবিধান বদলানোর অভিযোগ। এই অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেস (Congress) দলনেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেন, নতুন সংসদে প্রবেশের আগে যে সংবিধান অনুলিপি বই সাংসদদের উপহার…

সংবিধান বদলানোর অভিযোগ। এই অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেস (Congress) দলনেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেন, নতুন সংসদে প্রবেশের আগে যে সংবিধান অনুলিপি বই সাংসদদের উপহার দেওয়া হয়েছে তাতে এনডিএ সরকার চতুরতার সাথে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দুটি শব্দ বাদ দিয়েছে। অথচ মূল সংবিধানের প্রস্তাবনায় এই দুটি শব্দ আছে। কেন সংবিধান অনুলিপি বইতে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ বাদ দিল মোদী সরকার প্রশ্ন তুলেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। তিনি নিজে সংবিধান বিশেষজ্ঞ বলে সুপরিচিত। এদিকে অধীর চৌধুরীপ বিস্ফোরক দাবির পর দেশ জুড়ে রাজনৈতিক মহল সরগরম। কেন্দ্রের মোদী সরকার সংবিধান বদল করতে পদক্ষেপ নিল বলেই বিতর্ক প্রবল। তবে সরকার নীরব।

সংবিধান বদলে যাবে? ভারত হবে ধর্মীয় দেশ? পড়ুন নিচের লিংক:

   

Adhir Chowdhury: সাংসদদের দেওয়া সংবিধান বইতে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ কাটল মোদী সরকার

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর অভিযোগ, সুকৌশলে দেশের সংবিধান বদলাতে শুরু করল বিজেপি। তিনি দাবি করেন, মঙ্গলবার পুরনো সংসদ ছেড়ে নতুন ভবনে যাওয়ার আগে সাংসদদের হাতে সংবিধান বইয়ের অনুলিপি দেওয়া হয়। সেই বইতে আমি ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দুটি শব্দ সংবিধান প্রস্তাবনায় পাইনি। এই বিষয়ে বলতে গেলে আমাকে সময় দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, দেশের সংবিধান বদলানোর কাজ চলছে। তবে অধীর চৌধুরীর অভিযোগোর পর বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর নীরবতা আরও বিতর্ক উসকে দিল।

বিজেপি কেন নীরব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির নিয়ন্ত্রক সংঘ পরিবরারের প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক ভাষণে বলেছিলেন, ভারতবাসী মানেই হিন্দু। এই কারণে সংবিধান অনুলিপি থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পরও বিজেপি নীরব।

এএনআই জানাচ্ছে, মঙ্গলবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী দিনে সংসদ সদস্যরা ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প গ্রহণ করেন। একটি গিফটব্যাগে এমপিদের জন্য এই উপহারগুলো ছিল।