Rahul Gandhi: রাহুল গান্ধীর পদযাত্রার তারিখ বদলে যাবে?

মণিপুর সরকার বুধবার (10 জানুয়ারি) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়া ন্যায় যাত্রার অনুমতি দিয়েছে। সীমিত সংখ্যক লোককে এই অনুমতি দেওয়া হয়েছে বলে…

Rahul Gandhi: রাহুল গান্ধীর পদযাত্রার তারিখ বদলে যাবে?

মণিপুর সরকার বুধবার (10 জানুয়ারি) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়া ন্যায় যাত্রার অনুমতি দিয়েছে। সীমিত সংখ্যক লোককে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কংগ্রেসের পূর্ব নির্ধারিত সূচি আগামী 14 জানুয়ারি শুরু হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা। এবার পদযাত্রার সময় চার দিন এগিয়ে আনার বার্তা দিল মণিপুরের বিজেপি সরকার।

এর আগে, কংগ্রেস দাবি করেছিল যে মণিপুর সরকার ইম্ফলের প্যালেস গ্রাউন্ড থেকে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’ শুরু করার অনুমতি প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন যে কংগ্রেস যাত্রা শুরু করার জন্য ইম্ফলের অন্য কোনও জায়গা বেছে নেবে৷

নিরাপত্তার কারণে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা’ করার অনুমতি না দেওয়ার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, বীরেন সিং গণতন্ত্রের হত্যা করছেন। রাজ্য সরকার জানায় লাগাতার জঙ্গি হামলার কারণে রাহুল গান্ধীর নিরাপত্তার জন্য পদযাত্রার অনুমতি নেই।

Advertisements

মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রবীণ কংগ্রেস বিধায়ক কে মেঘচন্দ্র বুধবার সকালে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে তাঁর অফিসে দেখা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছিলেন যে তাঁর সরকার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে অনুমতি দিতে নারাজ।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “ভারত জোড়ো ন্যায় যাত্রা আয়োজনের জন্য অনুষ্ঠানস্থলের অনুমতির বিষয়ে আমরা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে দেখা করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী ইম্ফল পূর্ব জেলায় হাত্তা কাংজেইবুং থেকে পদযাত্রার অনুমতি দিতে অস্বীকার করেছেন। দুর্ভাগ্যবশত, সরকার অনুমতি প্রত্যাখ্যান করেছে।