নতুন সংসদ ভবন তৈরির খরচ ২৯ শতাংশ বাড়ল

করোনাজনিত কারণে দেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্টই খারাপ। বহু মানুষ কাজ হারিয়েছেন। বেশিরভাগ মানুষেরই আয় উদ্বেগজনক ভাবে কমেছে। এরই মধ্যে নরেন্দ্র মোদী সরকার অনেক ঢাকঢোল পিটিয়ে…

নতুন সংসদ ভবন তৈরির খরচ ২৯ শতাংশ বাড়ল

করোনাজনিত কারণে দেশের অর্থনৈতিক অবস্থা যথেষ্টই খারাপ। বহু মানুষ কাজ হারিয়েছেন। বেশিরভাগ মানুষেরই আয় উদ্বেগজনক ভাবে কমেছে। এরই মধ্যে নরেন্দ্র মোদী সরকার অনেক ঢাকঢোল পিটিয়ে তৈরি করছে নতুন সংসদ ভবন। যা নিয়ে গোটা দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

পরিবেশের ক্ষতি করে এই নতুন সংসদ ভবন তৈরির জন্য গ্রিন ট্রাইবুনালও তীব্র আপত্তি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত সকলের সব আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সেন্ট্রাল ভিস্তায় নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু করেছে মোদী সরকার।

২০২০ সালের ডিসেম্বরে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেসময় নতুন ভবন তৈরির জন্য খরচ ধার্য করা হয়েছিল ৯৭৭ কোটি টাকা। কিন্তু ২০২২- এর শুরুতে এসে দেখা যাচ্ছে নতুন সংসদ ভবন তৈরির জন্য যে পরিমাণ খরচ হবে বলে মনে করা হয়েছিল প্রকৃত খরচ হচ্ছে তার থেকে ২৯ শতাংশ বেশি। টাকার অঙ্কে ২৮২ কোটি টাকা। ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের প্রায় ৪০ শতাংশ নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুরো কাজটি শেষ করতে আরও ২৮২ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। অর্থাৎ নতুন সংসদ ভবন তৈরি করতে ৯৭৭ কোটি নয়, খরচ হতে চলেছে ১২৫০ কোটি টাকা।

Advertisements

উল্লেখ্য, ১৩ একর জমির উপর চারতলা সংসদ ভবনটি তৈরি করছে টাটা প্রজেক্ট সংস্থা। নতুন সংসদ ভবনে একসঙ্গে ৮৮৮ জন সাংসদ বসতে পারবেন। দুই কক্ষের যৌথ অধিবেশন হলে উপস্থিত থাকতে পারবেন ১২২৪ জন সাংসদ। স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষে এবার স্বাধীনতা দিবসের আগেই নতুন সংসদ ভবনের তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে অক্টোবর মাসের আগে পুরো ভবনটির নির্মাণ কাজ শেষ হবে না।

করোনাজনিত কারণে দেশের প্রায় সর্বত্রই সব ধরনের নির্মাণকাজ বন্ধ ছিল। কিন্তু সংসদ ভবন নির্মাণের কাজ বন্ধ হয়নি। তবে যেভাবে বিপুল পরিমাণ টাকা খরচ করে এই নতুন সংসদ ভবন তৈরি করা হচ্ছে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। এরমধ্যে আবার খরচের পরিমাণ আরও বাড়ায় তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।