IAS নিয়োগ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী: জওহর সরকার

আইএএস (IAS) অফিসারদের নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক রাজ্য। যার মধ্যে বিজেপি নেতৃত্বাধীন…

আইএএস (IAS) অফিসারদের নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক রাজ্য। যার মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত রাজ্য রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর এ ধরনের পরিকল্পনাকে সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জওহর সরকার।

শুক্রবার তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, কেন্দ্র সরকার আইএএস অফিসার নিয়োগ নিয়ে সংঘাতের পথে যেতে চাইছে। কিন্তু এই নিয়োগ নিয়ে সংঘাত হতে পারে না কারণ এই আইন অনেক ভাবনাচিন্তা করেই তৈরি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

সাংসদ বলেন, কিভাবে আইএএস অফিসার নিয়োগ করা হবে, তাঁদের যোগ্যতা কী সবকিছুই বল্লভভাই প্যাটেল তাঁর আমলে সকলের সহমতের ভিত্তিতে চূড়ান্ত করে গিয়েছেন। তাই সংঘাতের কোনও জায়গাই নেই। আসলে সংঘাত তৈরির একটা চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার।

এই নতুন সংশোধনী নিয়ে যেভাবে একের পর এক রাজ্য প্রতিবাদে সামিল হচ্ছে তাতে বিতর্ক প্রবল। মোদী সরকার এর আগে তিন কৃষি আইন তৈরি করে তা বাতিল করতে বাধ্য হয়েছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ এদিন আরও বলেন, আমাদের দেশে চাকরির ক্ষেত্রে তিন ধরনের ব্যবস্থা চালু আছে। একটি হল হয় রাজ্যের, নতুবা পুরোপুরি কেন্দ্রের। আর কেন্দ্র ও রাজ্যের মাঝামাঝি অল ইন্ডিয়া সার্ভিস বলে আরও একটি চাকরি ভারত এবং হাতে গোনা আরও কয়েকটি দেশে চালু আছে। অল ইন্ডিয়া সার্ভিসের অন্যতম হল আইএএস। তবে আইএএস ক্যাডারদের কেন্দ্রের চাকরি করতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।

জহর সরকার মনে করেন, অনেকেই কেন্দ্রের চাকরি করতে পছন্দ করেন। কারণ তাতে তাঁর অভিজ্ঞতা বাড়ে, দৃষ্টিভঙ্গিও প্রসারিত হয়। তিনি নিজেও স্বেচ্ছায় ১৬ বছর কেন্দ্রীয় সরকারের চাকরি করেছে বলেন।

জওহর সরকারের দাবি তিনি স্বেচ্ছায় এবং আনন্দের সঙ্গেই কেন্দ্রীয় সরকারের চাকরি করেছিলেন। কিন্তু মোদী সরকার স্বেচ্ছায় বিষয়টিকে উড়িয়ে দিতে চাইছে। তারা কার্যত ক্ষমতা ও গায়ের জোরে আইএএসদের কেন্দ্রের কাজে লাগাতে চাইছে। এটা ঠিক নয়। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। তাই এটা আইন সঙ্গত হবে না। তবে আইএএস অফিসাররা যখন কেন্দ্রের কাজ করেন তখন তাঁরা পুরোপুরি কেন্দ্র নিবেদিতপ্রাণ হয়ে যান। রাজ্য সরকারের কাজ করার সময় তাঁদের রাজ্যের হয়েই কাজ করতে হয়।

কেন্দ্রর এই নতুন সিদ্ধান্তের বিষয়ে তিনি সংসদে প্রশ্ন রাখবেন বলেও জওহর সরকার জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, এই আইন চালু করে মোদী সরকার একটি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। অর্থাৎ আইএএস অফিসাররা সর্বদাই একটা আতঙ্কে থাকবেন। এই বুঝি তাঁকে কেন্দ্রে ডেকে পাঠালো, এই আশঙ্কায় ভুগবেন। আসলে কেন্দ্র এই আইন বলবৎ করে কর্মীদের ভয় দেখিয়ে চাপে রাখতে চাইছে। তারা এটাই বোঝাতে চাইছে যে, তোমরা রাজ্যের কাজ করলেও আমরা তোমাদের মাথার উপর আছি। কেন্দ্র যদি এই আইন গায়ের জোরে চালু করার চেষ্টা করে তবে তার প্রতিবাদে আইনি পদক্ষেপ করা উচিত বলেও সরকার জানান।