Chandrayaan 3: চাঁদে নামার সময় পাল্টাল ভারতের বিক্রম

চাঁদে নামার সময় পাল্টালো চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। রবিবার সকালে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে যে এবার চন্দ্রযান চাঁদে পা রাখবে আগস্ট ২৩ ২০২৩…

Chandrayaan-3 Mission

চাঁদে নামার সময় পাল্টালো চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। রবিবার সকালে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে যে এবার চন্দ্রযান চাঁদে পা রাখবে আগস্ট ২৩ ২০২৩ এ সন্ধে ৬টা ৪ মিনিটে। পরিবর্তিত সময়ে পা রাখবে ভারতের বিক্রম ল্যান্ডার।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। গত ১ অগস্ট চন্দ্রযান-৩ ট্রান্সলুনার অরবিট বা কক্ষপথে প্রবেশ করে। এরপরে ৫ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। বর্তমানে চাঁদের কক্ষপথের শেষ পর্যায়ে রয়েছে চন্দ্রযান। ইতিমধ্যেই শেষ ডি-বুস্টিং প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ২৩ আগস্ট বিকেল ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩।

   

বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩, তার আগে এই শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বর্তমানে চাঁদ থেকে সর্বনিম্ন দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার দূরে কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার, ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। এটিকে সফট ল্যান্ডিং বলা হচ্ছে ইসরোর তরফে। চাঁদের মাধ্যাকর্ষণেই কক্ষপথে ঘুরছে ল্যান্ডার বিক্রম। কীভাবে চাঁদে অবতরণ করবে, কৃত্রিম বুদ্ধিমত্তায় সিদ্ধান্ত নিজেই নেবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে টুইটাররে পোস্ট করে বলা হয়েছে, ” ২৩ আগস্ট, ২০২৩ তারিখে ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে।” 

প্রসঙ্গত, চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব ছিল ২৫ কিলোমিটার। এবার মডিউল তার নিজের অন্তর্বর্তী পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সূর্যোদয়ের অপেক্ষা করবে নির্ধারিত ল্যান্ডিং সাইটে। বিকেল ৫ টা ৪৫ মিনিটে চাঁদে সম্ভাব্য অবতরণের পরিবর্তে সেই দিনই ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩ ।‌

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার মডিউল। শুক্রবারই প্রথম ডি-বুস্টিং সম্পন্ন হয় চন্দ্রযানের। যদি আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে পারে চন্দ্রযান, তবে বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত যারা চাঁদের মাটি স্পর্শ করেছে।