কাশ্মীরে ফের উত্তেজনা! টানা গুলির লড়াই, জঙ্গি দমনে সেনার কড়া পদক্ষেপ

জম্মু-কাশ্মীর আবারও রক্তাক্ত। ফের জঙ্গিদের (jammu and kashmir) সঙ্গে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের (jammu and kashmir) কিস্তোয়ার জেলার চাতরুর…

Terrorist Encounter in Jammu and Kashmir: Army Launches 'Operation Trasi' in Kishtwar

জম্মু-কাশ্মীর আবারও রক্তাক্ত। ফের জঙ্গিদের (jammu and kashmir) সঙ্গে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের (jammu and kashmir) কিস্তোয়ার জেলার চাতরুর সিংপোরা এলাকায় শুরু হয়েছে সেনা ও জঙ্গিদের মধ্যে প্রবল গুলির লড়াই। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনা ও পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান শুরু করলে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর(jammu and kashmir) জওয়ানরাও। এখনও পর্যন্ত গুলির লড়াই চলছেই।

সেনা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় তিন থেকে চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করে সেনাবাহিনী(jammu and kashmir) । গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু হয়। সেনা ও পুলিশের যৌথবাহিনী(jammu and kashmir) যখন এলাকা ঘিরে ধরে, তখনই গুলিবর্ষণ (jammu and kashmir) শুরু করে জঙ্গিরা। অপারেশন শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সেনাবাহিনীর (jammu and kashmir) তরফে জানানো হয়েছে, এই অভিযানকে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসি’।

   

পুলিশ জানিয়েছে, এই জঙ্গিদের(jammu and kashmir) দলে রয়েছে কুখ্যাত জঙ্গি সইফুল্লা, ফরমান, আদিল এবং বাসা। কিস্তোয়ারের পুলিশ ইতিমধ্যেই এই চার জঙ্গির ছবি প্রকাশ করেছে। তাঁদের ধরিয়ে দিতে পারলে বা তাঁদের সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সাধারণ মানুষকে(jammu and kashmir) ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে পুলিশ। সেইসঙ্গে পুলিশের তরফ থেকে দুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে – ৯৯০৬১৫৪১০০ এবং ০১৯৯৫-২৫৯৩৫৩, যেখানে ফোন করে গোপনীয়ভাবে তথ্য দেওয়া যাবে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এমনিতেই জম্মু-কাশ্মীরে (jammu and kashmir) এপ্রিল মাসে পর্যটকদের উপর হামলার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জঙ্গি(jammu and kashmir) দমন অভিযানে একের পর এক সফলতা পেয়েছে। গত কয়েক সপ্তাহেই একাধিক জঙ্গি নিহত হয়েছে। কিছুদিন আগেই সোপিয়ান ও পুলওয়ামা(jammu and kashmir) জেলার ত্রালের নাদারে ‘অপারেশন কেলার’-এ এক জঙ্গিকে নিকেশ করে সেনা। এছাড়াও, সেনা-পুলিশের যৌথ অভিযানে গত সপ্তাহেই ৬ জন জঙ্গি প্রাণ হারায়।

জম্মু-কাশ্মীরে সম্প্রতি জঙ্গি (jammu and kashmir) কার্যকলাপের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে, দক্ষিণ কাশ্মীর ও জম্মুর কিছু পাহাড়ি এলাকা নতুন করে জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে। কিস্তোয়ারও সেই ধরনের একটি এলাকা যেখানে জঙ্গিরা পাহাড়ি ও ঘন জঙ্গলযুক্ত এলাকায়(jammu and kashmir) লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ চালায়। সেনা সূত্রে জানা গিয়েছে, কিস্তোয়ারে এই মুহূর্তে চলমান অভিযান (jammu and kashmir) অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে জঙ্গিরা জম্মু অঞ্চলের অন্যত্র নাশকতার ছক কষছিল বলেও আশঙ্কা রয়েছে।

Advertisements

সেনা ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযান(jammu and kashmir) যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ গোটাব্যাপী এলাকায় কড়া নজরদারি ও টহলদারি চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

এই ধরনের অভিযান সাধারণ (jammu and kashmir) মানুষের সহায়তা ছাড়া সম্ভব নয় বলেই জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। তাঁরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, যদি কেউ জঙ্গিদের (jammu and kashmir) সম্পর্কে কোনও তথ্য পান, তবে যেন অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কারণ, জঙ্গিদের নির্মূল করতে গেলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

এই মুহূর্তে জম্মু-কাশ্মীর জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ‘অপারেশন ত্রাসি’ (jammu and kashmir) চলাকালীন কোনও বড় রকমের হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া না গেলেও, নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে সেনা ও পুলিশ।