Telangana: করোনা-বিধিকে বুড়ো আঙুল! আটক বিজেপি রাজ্য সভাপতি

অগ্রাহ্য করেছেন কোভিড গাইডলাইন। এমন অভিযাগে আটক করা হল তেলেঙ্গানার (Telegana) বিজেপি রাজ্য সভাপতি বান্ডি সঞ্জয় কুমারকে। সন্ধ্যা ৯ টা থেকে সোমবার ভোর ৫ টা…

অগ্রাহ্য করেছেন কোভিড গাইডলাইন। এমন অভিযাগে আটক করা হল তেলেঙ্গানার (Telegana) বিজেপি রাজ্য সভাপতি বান্ডি সঞ্জয় কুমারকে। সন্ধ্যা ৯ টা থেকে সোমবার ভোর ৫ টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি।

‘জাগরণ’ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন বান্ডি। সেই মতো দলের কর্মী-সমর্থকরাও হাজির হয়েছিলেন তাঁর অফিসে৷ রবিবার সন্ধ্যা ৯ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত কর্মসূচি পালন করার ভাবনা ছিল পার্টির। কিন্তু রাতে যে নাইট কার্ফু! অর্থাৎ করোনাবিধি অমান্য করে জমায়েত করা অপরাধ। বান্ডিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তাঁর সহ-কর্মীরা বুড়ো আঙুল দেখিয়েছেন কোভিড নিয়মাবলীকে।

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ৯ টা-৫ টা সময়কে বেছে নিয়েছিল বিজেপি। সরকারি কর্মচারীদের ট্রান্সফারের বিরুদ্ধে সরব হতে চেয়েছিল রাজ্য গেরুয়া শিবির। কিন্তু কর্মসূচি শুরু করার আগেই আসরে পুলিশ। কোভিড বিধি অমান্য করা ছাড়াও উঠেছে আরও একটা অভিযোগ।

প্রতিবাদ প্রদর্শনের জন্য কুমারের অফিসে সবে জমায়েত হতে শুরু করেছিলেন কর্মীরা। কর্মসূচী শুরুও হয়নি, হাজির পুলিশ। ‘জাগরণ’-এর জন্য নাকি অনুমতিই নেয়নি বিজেপি। অতএব সেখানে উপস্থিত জমায়েতকারীদের স্থান হল থানায়। যদিও তেলেঙ্গানা বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানানোর পথ বেছে নিয়েছিলাম। করোনা বিধি মেনেই চলত সমগ্র প্রক্রিয়া।’ এরপরেই তার প্রশ্ন, ‘কই, শাসক দলের কোনও কর্মসূচীতে তো করোনাবিধি চোখে পড়ে না।’