যুদ্ধক্ষেত্রে আত্মনির্ভর ভারত, লাদাখে নামছে টাটা গ্রুপের তৈরি কমব্যাট ভেহিক্যাল

MADE-IN-INDIA COMBAT VEHICLES

লাদাখ- গোটা এলাকা জুড়ে ভারতীয় সেনার ভারী বুটের শব্দ আর চিনা সেনার চোখ রাঙানি। তবে তাতে দমে যাওয়ার পাত্র নয় নয়াদিল্লি। চিনকে টেক্কা দিয়ে এখন সেখানে মোতায়েন মেড-ইন-ইন্ডিয়া (MADE-IN-INDIA) ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল। লাদাখের সংঘর্ষপ্রবণ এলাকাগুলিতে এই কমব্যাট ভেহিকলগুলিকে মোতায়েন করা হচ্ছে।

Advertisements

নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ব্যক্তিগতভাবে নতুন গাড়িটি সম্পর্কে বলতে গিয়ে জানান, এই যুদ্ধ যানগুলির সাহায্যে এই অঞ্চলের কঠোর পাথুরে মাটিতে সহজেই যাতায়াত করা যায়। “কেউ সহজেই এই গাড়ি চালাতে পারে এবং চালক এটি থেকে ১৮০০ মিটার দূরে দেখতে পারে। এতে বসানো অস্ত্রটি ভেতর থেকে নিয়ন্ত্রণ করা যায়,” বলেছেন উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী৷

   
Advertisements

ইনফ্যান্ট্রি প্রোটেক্টেড মোবিলিটি ভেহিক্যালস (আইপিএমভি) নামের যানগুলি এই বছরের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং পাহাড়ী ভূখণ্ডে লাদাখ অঞ্চলে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে।