Tamilnadu: রথযাত্রায় মৃত্যুমিছিল তামিলনাড়ুতে, কমপক্ষে মৃত ১১

তামিলনাড়ুর (Tamil Nadu) থাঞ্জাভুর জেলার মন্দির থেকে রথযাত্রা বের হয়েছিল। ভক্তরা যোগ দিয়েছিলেন ধর্মীয় শোভাযাত্রায়। সেখানেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। রথের উপর যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁরা হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন মৃত।

মৃত ১১ জনের মধ্যে দু’জন শিশুও ছিল বলে জানা গিয়েছে। আহত ১৫ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। তাঁরা চিকিৎসাধীন।

   

স্থানীয় পুলিশ অফিসার জানান, রথ ভিড়ের রাস্তায় বাঁক নিতে খানিকটা সমস্যায় পড়েছিল। তখনই ওভারহেডের তার রথটিকে স্পর্শ করে। যারা রথের উপরে ছিলেন তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশ জানাচ্ছে, এই ধরনের শোভাযাত্রা থাকলে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। কেন বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল না, উঠছে এই প্রশ্ন।

জানা গিয়েছে, রথটি উচ্চতা খুব বেশি ছিল না। তবে সেই রথ তএমনভাবে সাজানো হয়েছিল যে তার উচ্চতা অনেকটা বেড়ে যায়। এই কারণে বিদ্যুৎ তারের সংস্পর্শে আসে সেই রথ।

প্রধানমন্ত্রী মোদী শোক জানান। তিনি বলেন, “তামিলনাড়ুর থাঞ্জাভুরে দুর্ঘটনায় মৃতদের প্রতিটি পরিবারকে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন