নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটি থেকে সন্ত্রাস ছড়িয়েছে লস্কর-ই-তইবা (LeT) এবং জইশ-ই মহম্মদ (JeM)। কিন্তু গত ৪ বছরে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীদের সমূলে উৎপাটিত করেছে তালিবান (Taliban)! শুক্রবার ভারত সফরে এসে এমনটাই দাবী করলেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Minister Amir Khan Muttaqi)।
শুধু তাই নয়, পাকিস্তানকে শান্তির পথ অনুসরণ করার জোরদার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুত্তাকি বলেন, “আফগানিস্তানের এক ইঞ্চিও জমি তাদের (পাক-জঙ্গি) নিয়ন্ত্রণে নেই। যে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা (২০২১ সালে) অভিযান চালিয়েছিলাম, সেই আফগানিস্তান বদলে গেছে।” পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলিকেও সন্ত্রাস দমনে ‘তালিবানি পন্থা’ অবলম্বন করার পরামর্শ দেন মুত্তাকি।
ভারত-আফগানিস্তানের নতুন কূটনৈতিক সমীকরণ
আমির খান মুত্তাকির ভারত সফর দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক সমীকরণের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুত্তাকির (Amir Khan Muttaqi) সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, “নয়াদিল্লি কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকেও একটি দূতাবাসে উন্নীত করবে।” প্রতিবেশী দেশের অগ্রগতিতে “গভীর আগ্রহ” প্রকাশ করেন জয়শঙ্কর (S Jaishankar)।
এদিন সাংবাদিক বৈঠকে সম্প্রতি কাবুলের বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করেন মুত্তাকি। তিনি বলেন, “আফগান-পাক সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা করেছে পাকিস্তান। এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। সমস্যা এভাবে সমাধান করা যায় না। আমরা আলোচনার জন্য উন্মুক্ত।” এরপর মুত্তাকি বলেন, “৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ও অগ্রগতি এসেছে। কারও এতে সমস্যা থাকা উচিত নয়। আফগানিস্তান এখন একটি স্বাধীন জাতি। আমাদের যদি শান্তি থাকে তাহলে কেন মানুষ সমস্যায় পড়বে?”
“ভারতের সঙ্গে আফগানিস্তানের বন্ধুত্বের সম্পর্ক”
আফগানিস্তানের সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর ভারত পাশে থাকায় নয়াদিল্লির প্রশংসা করেন তালিবান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi)। তিনি বলেন, “আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য এবং দুই দেশের জনগণের সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্ক চায় আফগানিস্তান। আমরা একটি পরামর্শমূলক সমঝোতা প্রক্রিয়া তৈরি করতে প্রস্তুত, যা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে সহায়ক হবে”।