TajMahal: যমুনায় ডুবে যাবে তাজমহল? বিশ্ব জুড়ে উদ্বেগ

সম্প্রতি ফুলে-ফেঁপে উঠেছিল যমুনা নদী। প্রায় ২০৮.৬৬ মিটারের উচ্চতা ছুঁয়েছিল। তবে শনিবার সকাল থেকে শান্ত হয়েছে নদী, জলস্তর নামতে শুরু হয়েছে। এর মধ্যেই চক্রান্তের গন্ধ…

সম্প্রতি ফুলে-ফেঁপে উঠেছিল যমুনা নদী। প্রায় ২০৮.৬৬ মিটারের উচ্চতা ছুঁয়েছিল। তবে শনিবার সকাল থেকে শান্ত হয়েছে নদী, জলস্তর নামতে শুরু হয়েছে। এর মধ্যেই চক্রান্তের গন্ধ পাচ্ছে আপ আদমি পার্টি। ইচ্ছে করে দিল্লির দিকে জল ঠেলে দেওয়া হচ্ছে হরিয়ানার হথনিকুন্ড ব্যারেজ থেকে। এমনটাই অভিযোগ এনেছে আপ। একাধিক বড় বড় বিল্ডিং জলের নীচে। সুপ্রিম কোর্ট পর্যন্ত জলে ডুবে যায়। এবার তাজমহল। সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তাজ মহলের একাধিক ছবি। ৪৫ বছরে এই প্রথম। যমুনা নদীর জল ছুঁয়ে ফেলল তাজমহলের দেওয়াল।

 

জানা গিয়েছে তাজমহল চত্ত্বরে থই থই করছে বন্যার জল। বিশ্বের অষ্টম আশ্চর্য তাজমহলের সামনের অংশ ডুবে গিয়েছে বন্যার জলে। জলমগ্ন তাজমহলের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর আগে ১৯৭৮ সালে এরম পরস্থিতি হয়েছিল দিল্লির। শুধু তাজমহল নয়, কিছুদিন আগে যমুনার জলে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশও। যমুনার জল যা ৪৯৫ ফুট থাকে তা বেড়ে ৪৯৭.৯ ফুট পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর ফলেই তাজমহল চত্বর জলমগ্ন হয়ে পড়েছে।

দিল্লির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে এই ঘটনা উসকে দেউ ৪৫ বছর আগের স্মৃতি। ‘উঠা লে ভাই! পানি পিলা…’ ৪৫ বছর আগে জলবন্দি দিল্লিতে খাওয়ার জল পেতে কালঘাম ছুটেছিল। চারদিকে জল আর জল। অথচ পানীয়যোগ্য নয়। ১৯৭৮ সালের সেই পরিস্থিতি দিল্লির প্রবীণরা মনে করতে পারেন। তবে সমকালীন প্রজন্ম শুনেই এসেছিল বা জানাই ছিল না। এবার তাদের সামনে ফের জলবন্দি পরিস্থিতি। খাওয়ার জল নেই! ১৯৭৮-২০২৩ এই সাড়ে চার দশকে দিল্লির দরজায় বেশকয়েকবার যমুনার জল ধাক্কা মারলেও এমন পরিস্থিতি হয়নি। ফিরে এসেছে সেই স্মৃতি। পুরোনো দেশি বিদেশি সংবাদপত্রে ধরা দিল্লির সেই বন্যার ছবি আর আজকের পরিস্থিতি একই।