আবারও জম্মু-কাশ্মীরের আকাশে রহস্যজনক ড্রোনের দেখা মিলল বৃহস্পতিবার। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের আর্নিয়া এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) একটি সন্দেহজনক পাকিস্তানি ড্রোন গতিবিধি লক্ষ্য করে। এরপরেই সেই ড্রোনকে লক্ষ্য করে গুলি চালালে মাটিতে এসে পড়ে বস্তুটি।
বিএসএফের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল। ড্রোনটি ৩০০ মিটার উচ্চতায় ছিল যখন বাহিনী গুলি চালায়। ড্রোনের মাধ্যমে ফেলে দেওয়া যে কোনও অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য বিপজ্জনক সামগ্রী উদ্ধারের জন্য একটি অনুসন্ধান অভিযান শুরু হয়েছে আর্নিয়াতে।
বিএসএফের এক মুখপাত্র বলেন, ‘ড্রোন থেকে একটি ব্লিঙ্কিং লাইট (আন্তর্জাতিক সীমান্ত বরাবর) আজ ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আর্নিয়া এলাকায় দেখা গেছে। সতর্ক বিএসএফ সৈন্যরা প্রায় ৩০০ মিটার উচ্চতায় থাকা উড়ন্ত বস্তুটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।’
সম্প্রতি বিএসএফ জম্মু, কাঠুয়া ও সাম্বা সেক্টরে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং রাইফেল, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং স্টিকি বোমা সহ তাদের পেলোডগুলি বাজেয়াপ্ত করেছে।