Pegasus row: আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি, মুখ পুড়ল বিরোধীদের

পেগাসাস (Pegasus row) মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি। সুপ্রিম কোর্টের একটি…

পেগাসাস (Pegasus row) মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি।

সুপ্রিম কোর্টের একটি প্যানেলের তরফে জানিয়ে দেওয়া হয়, ২৯টি ফোন পরীক্ষা করা হয়েছে এবং পাঁচটিতে ম্যালওয়্যার পাওয়া গেছে, তবে তাদের মধ্যে পেগাসাস স্পাইওয়্যারের কোনও চূড়ান্ত প্রমাণ নেই। এদিন এমনটাই জানায় প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ।

বেঞ্চের তরফে আরও বলা হয়েছে, এই বিষয়টি তদন্তের জন্য এটি যে কমিটি নিয়োগ করেছে তারা বলেছে যে ভারত সরকার তার তদন্তে সহযোগিতা করেনি। এই রিপোর্টের একটি অংশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “আমরা আমাদের ওয়েবসাইটে সুপারিশের ভিত্তিতে বিচারপতি রবীন্দ্রনের রিপোর্টের তৃতীয় অংশটি জনসমক্ষে প্রকাশ করব।”