Kamduni: কামদুনি কাণ্ডে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আজ শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত। সিআইডি-র আবেদন বাতিল…

Supreme Court

কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আজ শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না দেশের সর্বোচ্চ আদালত। সিআইডি-র আবেদন বাতিল করল আদালত। সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার কামদুনি মামালার শুনানি হয় সুপ্রিম কোর্টে। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল যে হাইকোর্টের রায়কে স্থগিত না করলে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। সঙ্গে বলা হয় যে সংস্লিষ্ট ব্যাক্তিরা নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত। রাজ্যের তরফে আর্জি জানানো হয় যে হাইকোর্টের রায়ের ফলে তারা মুক্তি পাওয়ার আগেই সেই রায় স্থগিত রাখা হোক। আইনজীবী কপিল সিব্বলের এই যুক্তিতে সাড়া দিলেন না বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানায় যে অভিযুক্তরাও এদেশের নাগরিক। কোন আইনে তাদের মুক্তি আটকানো যায়? সবার বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ করা যায় না। সাত দিনের মধ্যে সবাই তাদের বক্তব্য জানাক।

   

২০১৩ সালে কামদুনিতে কলেজছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল কামদুনিকাণ্ডের তিনজন অভিযুক্তকে। শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনজনের একজনকে বেকসুর খালাস ঘোষণা করে। বাকি দু’জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়। আরও তিনজন দোষী সাব্যস্ত হয়েছিল নিম্ন আদালতের বিচারে। যাবজ্জীবনের নির্দেশ দিয়েছিল কোর্ট। তাদেরও একজন বেকসুর খালাস হয়। বাকি দু’জন ১০ হাজার টাকা জরিমানায় মুক্ত হবে। তবে সেই টাকা না দিতে পারলে আরও তিনমাস জেল খাটবে তারা। আদালতের এই নির্দেশে তোলপাড় রাজ্য। এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।