Sunday, December 7, 2025
HomeBharatDA Protest: শুনানি পিছল, হতাশ দিল্লির ডিএ ধর্নামঞ্চ

DA Protest: শুনানি পিছল, হতাশ দিল্লির ডিএ ধর্নামঞ্চ

- Advertisement -

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘ সময় ধরে আইনি লড়াই জারি রেখেছেন সরকারি কর্মচারি। কলকাতা হাইকোর্টের পর মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ডিএ বৃদ্ধির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারিরা। এর মাঝে ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ মামলা।

মঙ্গলবার মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতিরা ব্যস্ত থাকার কারণে শুনানির তারিখ পিছিয়ে গেল। আগামী ২৪ তারিখ হবে মামলার শুনানি।

   

আদালতের তরফে ২৪ তারিখ শুনানির জন্য ধার্য করা হয়। রাজ্য কর্মচারিদের বক্তব্য ছিল, তার আগে মামলার শুনানি হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, শুনানি হলে একই দিনে করা হোক। সেদিন রাজ্যের তরফে তিনিও তাঁর বক্তব্য জানাবেন। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular