দেশের কোনও অংশকে ‘পাকিস্তান’ বলা যাবে না, বিচারপতিদের নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের বিচারপতিরা কোনও ধর্মীয় উস্কানিমূলক বা নারীবিদ্বেষী আলপটকা মন্তব্য করতে পারেন না। বুধবার এমনি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন প্রধান বিচারপতি…

Supreme court orders Judges to not to say any miogyinstic comments

দেশের বিচারপতিরা কোনও ধর্মীয় উস্কানিমূলক বা নারীবিদ্বেষী আলপটকা মন্তব্য করতে পারেন না। বুধবার এমনি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়সহ পাঁচ সদস্যের বেঞ্চ এমনটাই জানিয়েছেন। সম্প্রতি কর্ণাটকের মুসলিম সংক্রান্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেছিল কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতি। এই ঘটনার প্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দ বেঙ্গালুরুর মুসলিম জনবসতিপূর্ণ এলাকাকে ‘পাকিস্তান’ বলে মন্তব্য করেছিলেন।

বিজেপিকে সরিয়ে দেব, বিস্ফোরক রাহুল গান্ধী!

   

এদিন সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনি দেশের কোনও অংশকেই ‘পাকিস্তান’ বলতে পারেন না। দেশের মৌলিক ভৌগোলিক সংহতির বিরোধী এ ধরনের মন্তব্য। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, সূর্য কান্ত এবং হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত বেঞ্চ এদিন এই মন্তব্য করে। কর্নাটক হাইকোর্টের ওই বিচারপতি সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় মামলাটি নিয়ে আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেয় বেঞ্চ। সেই সঙ্গে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারক ও বিচারপতিদের জন্য দিয়েছে।

পাঁচটি গ্যারান্টির প্রতিশ্রুতি, নির্বাচনী প্রচারে কেজরিওয়াল

উল্লেখ্য, কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দ বেঙ্গালুরুর মুসলিম জনবসতিপূর্ণ এলাকাকে ‘পাকিস্তান’ বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ কর্নাটক হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারপতির ‘অবাঞ্ছিত’ মন্তব্যের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল।

সোনিপতের মেগা সমাবেশে কংগ্রেসকে কোণঠাসা করলেন প্রধানমন্ত্রী মোদি

শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এ ব্যাপারে হাইকোর্টকে সাহায্য করতে বলেছিল। এদিন ছিল পরবর্তী শুনানি।