Uttar Pradesh: বিক্ষোভকারীদের টাকা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্টে ফের মুখ পুড়ল যোগী আদিত্যনাথ সরকারের। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভকারীরা বেশ কিছু সরকারি সম্পত্তি নষ্ট…

Supreme Court

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্টে ফের মুখ পুড়ল যোগী আদিত্যনাথ সরকারের। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভকারীরা বেশ কিছু সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন। অভিযোগ, সেই সমস্ত বিক্ষোভকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ আদায় করেছে যোগী সরকার। আদায়কৃত সেই অর্থ অবিলম্বে ফেরতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই আদালতের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি বিক্ষোভকারীরা।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে। এক জনস্বার্থ মামলার শুনানিতে বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে, দাঙ্গা কর বাবদ আদায় করা কোটি টাকা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দিতে হবে। ভোট চলাকালীন শীর্ষ আদালতের নির্দেশে নিশ্চিতভাবেই বিপাকে পড়ল যোগী সরকার। কারণ যোগী সরকারের জোর করে এই ক্ষতিপূরণ আদায়ে অনেকেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের অসন্তোষ যে ভিত্তিহীন ছিল না সেটাই প্রমাণ হল শীর্ষ আদালতের নির্দেশে ।

উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর গোটা দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। উত্তরপ্রদেশেও পথে নেমে ছিলেন বিক্ষোভকারীরা। প্রতিবাদ জানানোর সময় বহু জায়গাতেই বিক্ষোভকারীরা বেশকিছু সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন। এরপরই ওই সমস্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে যোগী সরকার। শুধু তাই নয়, সরকারি সম্পত্তি ভাঙচুরের দায়ে বিক্ষোভকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছিল উত্তরপ্রদেশ সরকার। এমনকী, অভিযুক্তদের বিরুদ্ধে জন অসন্তোষ গড়ে তুলতে বিভিন্ন সড়কের মোড়ে বিক্ষোভকারীদের ছবি দিয়ে হোডিং টাঙিয়ে ছিল। পরে অবশ্য এলাহাবাদ হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে পড়ে সেই হোডিং সরিয়ে নিয়েছিল যোগী সরকার। তবে হোর্ডিং সরালেও ক্ষতিপূরণ আদায় থেকে সরে আসেনি সরকার।

শুক্রবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হলে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী গরিমা প্রসাদ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন তাদের কাছে পাঠানো নোটিস প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আইনজীবীর ওই বক্তব্যের পর বেঞ্চ স্পষ্ট জানায়, শুধু নোটিস প্রত্যাহার করলেই হবে না। যাদের কাছ থেকে ইতিমধ্যেই ক্ষতিপূরণ আদায় করা হয়েছে অবিলম্বে তাদের কাছে ওই টাকা ফিরিয়ে দিতে হবে।