Prophet row: গ্রেফতার করা যাবে না, নূপুর শর্মার মুখে চওড়া হাসি

নূপুর শর্মাকে (Nupur Sharma) গ্রেফতার করা যাবে না, পয়গম্বর বিতর্কের মাঝেই এমনটা জানাল সুপ্রিম কোর্ট। নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআর নিয়ে ফের…

নূপুর শর্মাকে (Nupur Sharma) গ্রেফতার করা যাবে না, পয়গম্বর বিতর্কের মাঝেই এমনটা জানাল সুপ্রিম কোর্ট। নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া এফআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানায়, আপাতত কোনও রাজ্যের পুলিশ যেন নূপুরকে গ্রেফতার না করে।

জানা গিয়েছে, এই পরবর্তী শুনানি হবে ১০ আগস্ট। এদিনের শুনানির সময় নূপুর শর্মার পক্ষে আইনজীবী মনিন্দর সিং বলেন, নূপুরের জীবনের ক্ষতি হতে পারে। অনেক নতুন ঘটনা ঘটেছে। পাকিস্তান থেকে কারও আসার সম্ভাবনা রয়েছে। পাটনায় এমন কিছু লোক ধরা পড়েছে যারা নূপুরকে হত্যার পরিকল্পনা করছিল। আমার পক্ষে সব রাজ্যের আদালতে যাওয়া সম্ভব হবে না।

এর জবাবে বিচারক বলেন, এটা আমাদের উদ্দেশ্য ছিল না যে আপনাকে প্রতিটি আদালতে যেতে হবে। আমরা অর্ডারে কিছু পরিবর্তন আনব। বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, সাম্প্রতিক অতীতে এই সব ঘটনা ঘটেছে কি না। আইনজীবী বলেন, হুমকি বেড়েছে। এখন পশ্চিমবঙ্গে ৪-৫টি এফআইআর রয়েছে। প্রথম মামলাটি দায়ের করা হয় দিল্লিতে।

আদালত বলেছে, ‘আমরা মামলা বাতিল করতে হাইকোর্টে যেতে বলেছিলাম। এখন আপনি বলছেন যে এটা সম্ভব হবে না, তাহলে আপনি দিল্লি হাইকোর্টে যেতে চাইবেন। পিটিশনে এফআইআর বাতিল করার দাবি জানানো হয়। আমরা আপনাকে একটি বিকল্প আইনি পথ গ্রহণ করতে বলেছিলাম, কিন্তু আমাদের উদ্বেগ হল যে আপনি এটি ব্যবহার করার মতো অবস্থায় নেই।’