Supreme Court: সুপ্রিম নির্দেশ, করের টাকায় জনগণকে বোকা বানানো যাবে না

রুখতে হবে ভাঁওতাবাজি। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষকেই আর বোকা বানানো চলবে না। কার্যত এরকমই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। পাঁচ রাজ্যে নির্বাচন (Election)। প্রতিশ্রুতির…

Supreme Court

রুখতে হবে ভাঁওতাবাজি। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষকেই আর বোকা বানানো চলবে না। কার্যত এরকমই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

পাঁচ রাজ্যে নির্বাচন (Election)। প্রতিশ্রুতির ঝুলি উপুড় করে দিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ভোট যুদ্ধের আবহে নির্দেশ দেওয়া হল দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আদালতের বক্তব্য উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর, “সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ভারতের নির্বাচন কমিশনকে (Election Commission of India) নির্বাচনী প্রতীক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে এবং রাজনৈতিক দলগুলিকে পুনঃনিবন্ধন করার নির্দেশ দিয়েছে। যারা জনসাধারণের তহবিল থেকে অযৌক্তিক ফ্রি-বিজ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিল।” ফ্রি-বিজ অর্থাৎ ‘বিনামূল্যে’ কিছু। আদালতের পক্ষ থেকে স্পষ্টই বলা হয়েছে, সাধারণ মানুষের টাকা ব্যবহার করে কোন দল ‘বিনামূল্যে’ কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তা খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে যে দল বা দলগুলো এই ধরণের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নির্বাচনী প্রতীক বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ।

আদালতে সম্প্রতি এ ব্যাপারে একটি আবেদনের শুনানি চলছিল। যেখানে আবেদনকারীর তরফে অভিযোগ, রাজ্যগুলো এমনিতেই ঋণের বোঝায় জর্জরিত। তার ওপর রাজনৈতিক দলগুলোর বিনামূল্যে পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি মরার ওপর খাঁড়ার ঘা- এর সমান। সাধারণ মানুষের টাকাতে সাধারণ মানুষকেই অযৌক্তিক প্রতিশ্রুতি প্রদান।

সিজেআই এনভি রামানা, বিচারপতি এ এস বোপান্না এবং হিমা কোহলি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি রায়ের কথা উল্লেখ করেছেন। এমনকি এধরণে প্রতিশ্রুতি কোনও দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কৌশল হিসাবে অভিহিত করতেও দ্বিধা করেননি বিচারপতিরা। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছে, নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুত ‘ফ্রি-বিজ’ নিয়ন্ত্রণের জন্য কী পদক্ষেপ গ্রহণের কথা আপাতত ভাবা হয়েছে।