Mahua Moitra: পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার শুনানি

গত ৮ ডিসেম্বর সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। এথিক্স কমিটির রিপোর্ট মান্যতা পায় আর খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। সাংসদ পদ…

Mahua Moitra

গত ৮ ডিসেম্বর সংসদ থেকে বহিষ্কৃত হন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। এথিক্স কমিটির রিপোর্ট মান্যতা পায় আর খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। সাংসদ পদ ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া। শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। কিন্তু মামলা উঠলেও সেই আবেদনের শুনানি হয়নি। আগামী ৩ জানুয়ারি শুনানি হবে।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাটির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। এদিন বিচারপতি জানান যে এদিন সকালেই মামলার ফাইল হাতে পেয়েছেন তাঁরা এবং ফাইল পড়তে কিছুটা সময় লাগবে। এই কারণে সময় চেয়ে নেন বিচারপতিরাই বলে জানা গিয়েছে।

ঘুষের বিনিময় প্রশ্ন করার অভিযোগে গত শুক্রবারই এথিক্স কমিটির প্রস্তাব মেনে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ। বুধবার মহুয়ার তরফে সেই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হলেও বিচারপতি এস কে কওলের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।

বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভি ভাট্টির ডিভিশন বেঞ্চ শুক্রবার মহুয়ার আবেদন শুনবেন বলে জানা যায়। এর আগে বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর ২টোয় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভি। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চেও একই আবেদন জানিয়েছিলেন মহুয়া। তবে সেই আবেদনও নামঞ্জুর করে আদালত।
মহুয়া লোকসভার এথিক্স কমিটির বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে তাকে বহিষ্কার করার অভিযোগ তুলেছেন। সেই অভিযোগ ঠিক না ভুল, সেটাই এবার খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার আগেই সংবাদমাধ্যমে কীভাবে ফাঁস হল, সেই প্রশ্ন তুলেছেন মহুয়া। একই সঙ্গে এথিক্স কমিটির এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আদালতে জমা দেওয়া আবেদনে মহুয়ার আইনজীবীর দাবি, “সাংসদকে বহিষ্কারের ক্ষমতা একমাত্র রয়েছে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির এক্ষেত্রে তা মানা হয়নি।” তদন্তের নামে তাকে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গটিও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, অক্টোবর মাসে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে। গত শুক্রবার মহুয়ার সাংসদ পদ খারিজ হয় লোকসভায়।