Hijab controversy: পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত, শান্তি বার্তায় ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী

হিজাব বিতর্ককে ঘিরে উত্তপ্ত দক্ষিণী রাজ্য কর্নাটক। এই বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। এহেন অবস্থায় ফের আসরে নামলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি আবেদন জানান, ‘আমি…

Hijab controversy: পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত, শান্তি বার্তায় ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী

হিজাব বিতর্ককে ঘিরে উত্তপ্ত দক্ষিণী রাজ্য কর্নাটক। এই বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। এহেন অবস্থায় ফের আসরে নামলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি আবেদন জানান, ‘আমি বহিরাগতদের কাছে আবেদন করছি, তারা যেন স্কুল ক্যাম্পাস ও রাজ্যে শান্তি বিঘ্নিত না করে। শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য, যাতে ন্যায়বিচার পাওয়া যায়।’

হিজাব বিতর্কের আঁচ পৌঁছেছে দিল্লি, মুম্বইতেও। বেঙ্গালুরুর শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দু’সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ২০০ মিটার পর্যন্ত কোনও বিক্ষোভ জমায়েত করা যাবে না। এদিকে, প্রিয়াঙ্কা গান্ধী, আসাদদুনি ওয়াইসি, মহসিন রাজা, কেশব মৌর্য, ভিকে সিংয়ের মতো নেতারাও এই বিষয়ে বিবৃতি দিয়েছেন। হিজাব নিয়ে মুসলিম মেয়েদের সমর্থনে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েইসি বলেন, ‘বিষয়টি নিয়ে ঘৃণা ছড়ানো হচ্ছে। একই সঙ্গে আইন ও ড্রেস কোডের উল্লেখ করে হিজাবকে ভুলভাবে উদ্ধৃত করেছে বিজেপি।’

   

সম্প্রতি কর্নাটক সরকার কর্নাটক শিক্ষা আইন-১৯৮৩-এর ১৩৩ ধারা জারি করেছে রাজ্যে। এ কারণে এখন সব স্কুল-কলেজে ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এর আওতায় সরকারি স্কুল-কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, বেসরকারি স্কুলগুলোও তাদের নিজস্ব ইউনিফর্ম বেছে নিতে পারবে। গত জানুয়ারি মাসে উদুপির একটি সরকারি কলেজের ছয় জন ছাত্রী হিজাব পরে কলেজে প্রবেশ করার পর এই বিতর্ক শুরু হয়।