UP Election 2022: ভোটের লাইনে জনতা, টুইটারে ক্ষমতা

উত্তরপ্রদেশে সকাল থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। এই প্রথম দফায় ১১টি জেলার মোট ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বৃহস্পতিবার ৬২৩ জন প্রার্থী ও উত্তরপ্রদেশের…

উত্তরপ্রদেশে সকাল থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। এই প্রথম দফায় ১১টি জেলার মোট ৫৮টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বৃহস্পতিবার ৬২৩ জন প্রার্থী ও উত্তরপ্রদেশের ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা।

এদিন তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ২৭ লক্ষ ভোটার। আগামী ১০ মার্চ বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর কথা। এদিকে এই ভোট নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। দেখে নিন তাঁদের টুইট…

প্রধানমন্ত্রীঃ

”আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট। কোভিড বিধি মেনে গণতন্ত্রের এই মহোৎসবে ব্যাপকভাবে অংশ নেওয়ার জন্য সকল ভোটারকে আহ্বান জানাচ্ছি। সকলকে মনে রাখতে হবে- প্রথমে ভোট, তারপর রিফ্রেশমেন্ট।”

যোগী আদিত্যনাথঃ

‘আজ গণতন্ত্রের মহাযজ্ঞের প্রথম পর্ব। আপনার অমূল্য ভোট ছাড়া এই আচার সম্পূর্ণ হবে না। আপনাদের একটা ‘ভোট’ অপরাধমুক্ত, ভয়মুক্ত, দাঙ্গামুক্ত উত্তরপ্রদেশের সংকল্পকে আরও মজবুত করবে। সুতরাং প্রথমে ‘ভোট দিন তারপর রিফ্রেশমেন্টস’।

রাহুল গান্ধীঃ

‘আপনাদের অমূল্য ভোট দিয়ে দেশকে সব ভয় থেকে স্বাধীন করুন, সকলে বেরিয়ে আসুন, ভোট দিন!’

প্রিয়াঙ্কা গান্ধীঃ

‘প্রিয় ভাই ও বোনেরা, ভোটের ক্ষমতা ব্যবহার করে আপনাদের সমস্যা এবং রাজ্যের জন্য আরও ভাল ভবিষ্যৎ গড়ে তুলুন। আমার সকল সহকর্মী, কর্মী এবং ইউপি কংগ্রেসের প্রার্থীদের অনেক অনেক শুভেচ্ছা- আপনাদের গর্ব করা উচিত যে, ৩০ বছর পর আমরা সব আসনে আমাদের সকল শক্তি দিয়ে লড়াই করছি।’

অখিলেশ যাদবঃ

‘ইউপির নতুন স্লোগান: উন্নয়নই হয়ে উঠুক সকলের মতাদর্শ।’

মায়াবতীঃ

‘পশ্চিম ইউপির ১১ টি জেলার ৫৮ টি বিধানসভা কেন্দ্রের প্রথম দফার ভোটে আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই। উত্তরপ্রদেশে আগামী পাঁচ বছর আপনার জন্য আগের মতো বেদনাদায়ক এবং অসহায় হবে কিনা বা আপনি নিজের পরিত্রাণের জন্য সক্ষম হবেন কিনা তা বিচারের সময়। বহুজন সমাজবাদী পার্টি হল সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন যার লক্ষ্য হল দরিদ্র, শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য মেহনতি সম্প্রদায়কে অসহায় ও ক্রীতদাস জীবন থেকে মুক্ত করা এবং তাদের ক্ষমতায় সঠিক অংশীদার করা, যা বিজেপি, এসপি এবং কংগ্রেসের মতো দলগুলির ক্ষেত্রে হয় না।’