তোলাবাজির অভিযোগে গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাই

এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলেন মুখ্যমন্ত্রীর ভাই৷ রাজধর্ম পালন পালন করতেই নিজের ভাইকেও রেয়াত করলেন না মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার রাজ্যজুড়েই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে৷…

তোলাবাজির অভিযোগে গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাই

এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলেন মুখ্যমন্ত্রীর ভাই৷ রাজধর্ম পালন পালন করতেই নিজের ভাইকেও রেয়াত করলেন না মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার রাজ্যজুড়েই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে৷

তোলাবাজির অভিযোগে পুলিশ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ভাইকে গ্রেফতার করেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভাই ওয়াইএস কোন্ডা রেড্ডি একটি নির্মাণ সংস্থার মালিকের কাছ থেকে তাদের দেওয়া দরপত্রের জন্য অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এদিকে এই ঘটনা যথেষ্ট বিরলই বলা চলে কারণ এরকম খুব কমই ঘটনা আছে যে একজন রাজনীতিবিদ নিজেরই পরিবারের কাউকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এহেন তোলাবাজির ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেইসঙ্গে বলেছিলেন যে কাউকে ছাড় দেওয়া উচিত নয়।
কাডাপা জেলার পুলিশ সুপার কেকেএন আনবুরাজন জানিয়েছেন যে এসআরকে কনস্ট্রাকশনসকে ভেম্পাল এবং রায়চোটির মধ্যে রাস্তা নির্মাণের জন্য একটি দরপত্র দেওয়া হয়েছিল। বেশ কয়েক মাস ধরে কাজ চলছিল।

Advertisements

এরপর গত ৫ মে পুলিভেন্দুলা শহরের বাসিন্দা অভিযুক্ত ওয়াইএস কোন্ডা রেড্ডি এসআরকে-র নির্মাণ মালিকদের হুমকি দেন এবং কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ঘুষ দাবি করেন। তিনি আরও হুমকি দিয়েছিলেন যে, সরকারে তার “প্রভাব” ব্যবহার করে চলমান কাজগুলি বন্ধ করে দেওয়া হবে।