ধনখড় ইস্যুতে মমতার পাশে স্ট্যালিন, শীঘ্রই বৈঠকের ডাক

পুরভোটের দিন ক্ষমতাবলে রাজ্য বিধানসভা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শাসক দল তৃণমূল কংগ্রেস ধনখড়কে সরাতে ইতিমধ্যেই সংসদের দুই কক্ষেই সরব…

ধনখড় ইস্যুতে মমতার পাশে স্ট্যালিন, শীঘ্রই বৈঠকের ডাক

পুরভোটের দিন ক্ষমতাবলে রাজ্য বিধানসভা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শাসক দল তৃণমূল কংগ্রেস ধনখড়কে সরাতে ইতিমধ্যেই সংসদের দুই কক্ষেই সরব হয়েছে। এবার ধনখড় ইস্যুতে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সূত্রের খবর, শীঘ্রই বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তাঁরা। টুইট করে একথা নিজেই জানিয়েছেন ডিএমকে প্রধান।

রবিবার স্ট্যালিন টুইটে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের অনুরোধ জানিয়ে ফোন করেছেন। তিনি রাজ্যপালের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর পাশে দাঁড়াতে শীঘ্রই একটি বৈঠক করা হবে।’

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীদের এই বৈঠক দেশের রাজধানী দিল্লিতে আয়োজিত করা হবে। যদিও কবে এই বৈঠক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তামিলনাড়ুতেও একাধিকবার রাজ্য রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। সেই সূত্র ধরেই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্ট্যালিন। রাজনৈতিক মহলে নজরে থাকবে কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে হাজির হবেন।

Advertisements

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে অন্য মাত্রায় পৌঁছেছে মমতা-ধনখড় সংঘাত। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় জগদীপ ধনখড়কে রাজ্যপাল পদ থেকে অপসারিত করার দাবিতে স্বতন্ত্র প্রস্তাব আনা হয়।