Spice Jet: মাঝ আকাশে বিমানে আগুন, যাত্রীদের দমবন্ধ পরিস্থিতি

ফের মাঝে আকাশে বিমানে আগুন৷ শনিবার সকালে দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেট (Spice Jet) বিমানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আগুন লাগার…

Spice Jet: মাঝ আকাশে বিমানে আগুন, যাত্রীদের দমবন্ধ পরিস্থিতি

ফের মাঝে আকাশে বিমানে আগুন৷ শনিবার সকালে দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেট (Spice Jet) বিমানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আগুন লাগার ঘটনা নজরে আসার পরেই দ্রুত বিমানটিকে দিল্লি ফেরত নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, দিল্লির থেকে জব্বলপুর রওনা দেওয়ার পর আগুন লাগার বিষয়টি নজরে আসে কেবিন ক্রু য়ের। ধোঁয়ায় ভরে যায় গোটা বিমান। তখনই বিমান ফিরিয়ে নিয়ে আসা হয় দিল্লিতে৷ যাত্রীদের সকলেই সুরক্ষিত বলে জানা গেছে।

গত মাসেই পাটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। সেবার বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে অগ্নিশিখা দেখা যায়৷ তড়িঘড়ি আপদকালীন পরিস্থিতিতে বিমানটিকে পাটনা বিমান বন্দরে নামানো হয়। বিমানে ছিল ১৮৫ জন যাত্রী। তারপর শনিবারের ঘটনা ফের আতঙ্ক ছড়িয়েছে।

Advertisements

সদ্য প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা বিমানের ভিতরে কালো ধোঁয়ায় ভরে গেছে। যার ফলে অস্বস্তিতে যাত্রীরা৷