Tripura: বিজেপি শাসিত ত্রিপুরায় প্রতিবন্ধী আদিবাসী শিশুর ভাতা বন্ধ

জন্ম থেকেই প্রতিবন্দ্বী ফলেরুং রিয়াং। এখন তার বয়স ১০ বছর। কিন্তু অভাব অনটনের সংসারে প্রতিবন্দ্বী উপজাতি শিশু দশ বছরেও পাচ্ছে না সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহ…

জন্ম থেকেই প্রতিবন্দ্বী ফলেরুং রিয়াং। এখন তার বয়স ১০ বছর। কিন্তু অভাব অনটনের সংসারে প্রতিবন্দ্বী উপজাতি শিশু দশ বছরেও পাচ্ছে না সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহ প্রতিবন্ধী ভাতা। এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৮ মুড়া পাহাড়ের পাদদেশে ৪৭ মাইল এলাকায়।

জানা গিয়েছে, ১০ বছর আগে ফলেরুং রিয়াং-এর জন্ম হয় অভাব অনটনের সংসার জুমিয়া পরিবারে। এরপর ফলেরুং রিয়াং এর বয়স যখন ছিল পাঁচ মাস সেই সময় জ্বরে আক্রান্ত হয়। ফলেরুং-এর বাবা মা তাকে নিয়ে যায় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক তার বাবা মাকে পরামর্শ দেন আগরতলায় জিবিপি হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার জন্য।কিন্তু আর্থিকভাবে দুর্বল থাকার কারণে সে সময় শিশু কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের।

উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে বর্তমানে প্রতিবন্ধী হয়ে দিন কাটাচ্ছে ১০ বছরের ফলেরুং রিয়াং। উন্নত চিকিৎসার জন্য শিশু কন্যাটিকে তার বাবা-মা জিবিপি হাসপাতালে না নিয়ে যাওয়ার পেছনে রয়েছে অভাব অনটনের সংসার। বনের লতা পাতা সংগ্রহ এবং জুম চাষের উপর নির্ভর করে সংসার করা আসছেন তারা।

বর্তমানে ফলেরুং কথাবলা এবং হাঁটা চলার শক্তি হারিয়ে সম্পূর্ণভাবে বিকলাঙ্গ। বিকলাঙ্গ হওয়ার ফলে তার সারাদিন বাড়িতেই কাটে। অপরদিকে। আর্থিক অনটনের ফলে তার পড়াশোনা ও চিকিৎসা কোনটাই হচ্ছে না। অভিযোগ সামাজিক ভাতা মিলছে না। গত বাম আমলে চালু করা এই ভাতা বর্তমান বিজেপি শাসনে ত্রিপুরার উপজাতিদের অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ।