মেয়েদের পোষাকের জন্যই ধর্ষণ বাড়ছে : BJP বিধায়ক

হিজাব বিতর্কের মধ্যেই নতুন এক বিতর্কিত মন্তব্য করে তীব্র নিন্দার মুখে পড়লেন কর্ণাটকের বিজেপি (BJP) বিধায়ক রেণুকাচার্য। বুধবার তিনি বলেন, মেয়েদের উত্তেজক পোশাকের জন্যই দেশজুড়ে…

হিজাব বিতর্কের মধ্যেই নতুন এক বিতর্কিত মন্তব্য করে তীব্র নিন্দার মুখে পড়লেন কর্ণাটকের বিজেপি (BJP) বিধায়ক রেণুকাচার্য। বুধবার তিনি বলেন, মেয়েদের উত্তেজক পোশাকের জন্যই দেশজুড়ে ধর্ষণ বাড়ছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর করা একটি মন্তব্যের জবাব দিতে গিয়ে নতুন করে এই বিতর্কিত মন্তব্য করে বসেন রেণুকাচার্য।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন, বিকিনি হোক অথবা ঘোমটা, জিন্স বা হিজাব কে কী পড়তে চায় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন মহিলার এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। প্রিয়াঙ্কার এই মন্তব্যের কথা উল্লেখ করে রেণুকাচার্য বলেন, এটি একটি অত্যন্ত নিম্নস্তরের চিন্তাভাবনা। প্রকাশ্য স্থানে বিকিনির মত শব্দ উচ্চারণ করা লজ্জাজনক। স্কুল, কলেজে পড়ার সময় ছাত্রীদের সম্পূর্ণ গা-ঢাকা পোশাক পরা উচিত। পুরুষদের উত্তেজিত করার পিছনে রয়েছে নারীদের খোলামেলা পোশাক। এ ধরনের পোশাকের কারণেই আজ দেশজুড়ে ধর্ষণ বাড়ছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। কারণ নারীদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। 

যথারীতি রেনুকাচার্যের এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁরা দাবি করেছেন, এ ধরনের নিন্দনীয় মন্তব্য করার কারণে বিজেপির বিধায়ক রেণুকাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাঁর মন্তব্য নারীদের প্রতি অত্যন্ত অসম্মানজনক এবং ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। একজন বিধায়কের কখনওই এ ধরনের অসংবেদনশীল মন্তব্য করা উচিত নয়। 

উল্লেখ্য, এদিন কর্নাটকের বিদ্যুৎমন্ত্রী সুনীল কুমার বলেছেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে তারা হিন্দু মেয়েদের হিজাব পড়ার জন্য আইন তৈরি করবে।