রাম নজরে এখন কারা? বড় দাবি অযোধ্যার ‘জায়ান্ট কিলার’

   রামরাজ্যে বিরাট জয় পেয়েছে সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। হারিয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংকে। প্রসঙ্গত ফৈজাবাদ লোকসভার অন্তর্গত হল অযোধ্যা। যে অযোধ্যায় রাম লালার…

AWADHESH PRASAD
  

রামরাজ্যে বিরাট জয় পেয়েছে সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। হারিয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিংকে। প্রসঙ্গত ফৈজাবাদ লোকসভার অন্তর্গত হল অযোধ্যা। যে অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পরে অনেকে মনে করেছিলেন যে দেশে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে গোটা দেশ। ৩০০ গণ্ডি পেরোতে পারেনি বিজেপি। শুধু তাই নয় অযোধ্যায় বিজেপি প্রার্থী গোহারা হেরে গিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম-কে দেওয়া একটি সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের ন’বারের সাংসদ অবধেশ জানিয়েছেন যে “রামমন্দিরকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক সুবিধা পেতে চেয়েছিল। চেয়েছিল বেকারত্ব, দারিদ্র, মুদ্রাস্ফীতি কিংবা কৃষকদের সমস্যার মতো বিষয়গুলি থেকে মানুষের মনোযোগ সরে যাক।” প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে এই ফৈজাবাদ কেন্দ্রে বিজেপির কাছে প্রায় ৬৫ হাজার ভোটে হেরে গিয়েছিলেন সমাজবাদী প্রার্থী। সেই কেন্দ্রে কীভাবে এ বার জয় এল? প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “আমি দলিত ভাইবোনদের থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি। দলিত সম্প্রদায় গত বারে বিজেপিকে সমর্থন করেছিল। তা ছাড়া ওবিসি এবং সংখ্যালঘু ভোটও আমরা পেয়েছি।”

   

এখানেই শেষ নয়, এই জয়ের পরে তিনি দাবি করেছেন, ” এই জয় সম্ভব হয়েছে প্রভু রাম এবং হনুমানজির আশীর্বাদ এবং মানুষের ভালবাসায়।” এই জয়ের পরেও তাঁর মুখে রামনাম? প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপির হিন্দুত্ববাদ কি ফিকে হয়ে গেল নাকি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাই বুমেরাং হয়ে ফিরে এল বিজেপির কাছে। উল্লেখ্য উত্তরপ্রদেশে পদ্মশিবিরকে ধাক্কা দিয়ে ৩৭টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে অখিলেশের দল।